অবসর নেওয়ার পর আপৎকালীন পরিস্থিতিতে চাকরিজীবীদের একমাত্র ভরসা পেনশন। তবে বর্তমানে অনেক এমন অনেক চাকরি রয়েছে যেখানে আর পেনশনের সুবিধা নেই। যার ফলে অবসরের পর চিন্তায় পড়তে হয় সেই সমস্ত চাকরিজীবীদের। তবে চিন্তা নেই কারণ সরকারের তরফ থেকে এমন একটি স্কীম আনা হয়েছে যেখানে বিনিয়োগ করলে অবসরের পর ভালো রকম টাকা পেনশন পাওয়া যাবে।
হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা কথা বলছি ‘জাতীয় পেনশন স্কীম’এর সম্পর্কে। যেখানে মাসে ৬০০০ টাকা বিনিয়োগ করলে ৬০ বছর বয়সের পর আপনি প্রতি মাসে পেয়ে যেতে পারেন ৫০,০০০ টাকা। কীভাবে? আসুন জেনে নেওয়া যাক। এই স্কীমে দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে। একটি হলো এনপিএস টিয়ার ১ ও অন্যটি এনপিএস টিয়ার ২ অ্যাকাউন্ট। যে সমস্ত চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড নেই তারা অ্যাকাউন্ট খুলতে পারেন টিয়ার ১-এ।
যেখানে প্রতিদিন ৫০০ টাকা করে জমা করতে হবে। আপনার বয়স যদি ২৪ বছর হয় তাহলে এই স্কীমের সর্বোচ্চ লাভ আপনি পেতে পারবেন। ২৪ বছর বয়সে একটি এনপিএস অ্যাকাউন্ট খুলে তাতে মাসিক ৬,০০০ টাকা বিনিয়োগ করা হয়। এভাবে মোট ৩৬ বছর বিনিয়োগ করলে মোট অর্থের পরিমাণ হয় ২৫ লক্ষ ৫২ হাজার টাকা। ১০ শতাংশ সুদের হার হিসাব করলে মোট অর্থ দাঁড়ায় ২ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার ৯০৬ টাকায়।
আপনি যদি আপনার মেয়াদ পূর্তির আয়ের ৪০ শতাংশ থেকে এনপিএস বার্ষিকীতে বিনিয়োগ করেন তাহলে মোট টাকা জমা হবে ১ কোটি ১ লক্ষ ৮০ হাজার ৩৬২ টাকা। তার ওপর ১০ শতাংশ হারে রিটার্ন ধরলে অ্যাকাউন্টে জমা হবে মোট ১ কোটি ৫২ লক্ষ ৭০ হাজার টাকা। অর্থাৎ আপনি সহজেই প্রতি মাসে ৫০ হাজার টাকা করে পেয়ে যেতে পারেন।