নিউজকলকাতা

রাজ্যের কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ, মাসিক বেতন ২০ হাজার টাকা

যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সবথেকে প্রয়োজনীয় বিষয় চাকরির পরীক্ষা সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত আপডেট জানা। আর পরীক্ষা বা নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে এই ওয়েবসাইটে।

এই মুহুর্তে চাকরির পরীক্ষার্থীদের জন্য এক সুখবর কারণ সম্প্রতি রাজ্যের কলকাতা পৌরসভায় কাউন্সিল পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিচে রইলো বিস্তারিত তথ্যাদি-

Employment no- H/03/KMC/2022-2023
পদের নাম- counsellor
শূন‍্যপদ- 17 (UR-9, SC-4, ST-1,OBC-3)
বেতন- প্রতিমাসে 20000 টাকা

শিক্ষাগত যোগ্যতা- যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে psychology/ social work/sociology/ Anthropology/ Human development এ গ্রাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে

বয়সসীমা- অনুর্ধ 40 বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর ST, SC প্রার্থীরা তিন বছর এবং OBC প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন।

পদ্ধতি- অফলাইনের মাধ্যমেই করতে হবে আবেদন। নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রথমে প্রিন্ট করতে হবে। তারপর নোটিশের উল্লেখিত ডকুমেন্টস সহ ফর্মটি পূরণ করে সময়ের মধ্যে সঠিক ঠিকানায় তা জমা করে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ- 25/02/2023

আবেদন জমা দেওয়ার ঠিকানা- Chief Municipal Health officer, Kolkata Municipal Corporation, CMO Bldg, 5, S.N banarjee Road, Kolkata- 700013

নিয়োগ পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা, কাজের অভিজ্ঞতা, এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে