বর্তমানে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে চলেছে লক্ষ লক্ষ যুবক যুবতী। তবে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রথমেই প্রয়োজন চাকরি ও পরীক্ষা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা। কেবল প্রস্তুতি নিলেই হবেনা লক্ষ্য রাখতে হবে চাকরির খবরের ওপর। আর চাকরির খবর পেতে অবশ্যই চোখ রাখতে হবে এই প্রতিবেদনে-
এই মুহূর্তে ভারতীয় ডাক বিভাগে মাধ্যমিক পাশে গ্রামীন ডাক সেবক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তাই শীঘ্রই জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য।
INDIA POST GDS RECRUITMENT 2023
Employment No- 17-21/2023-GDS
POST NAME- Gramin Dak Sevak
মোট শূন্য পদ- ৪০,৮৮৯
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসের বেতন ১২ হাজার থেকে ২৯ হাজার টাকা
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে www.indiapostgdsonline.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রার্থীদের বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি ও সমসয়সীমা- Unreserved প্রার্থীদের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে আর SC/ST/PWD প্রার্থীদের জন্য কোনরকম ফি লাগছে না। ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত এর জন্য আবেদন করা যাবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা(মাধ্যমিক) নাম্বারের শতাংশ ভিত্তিতে নিয়োগ করা হবে।