বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই প্রতিযোগিতা তাই যারা চাকরির পরীক্ষার্থী তাদের সব সময় নজর রাখতে হয় বিভিন্ন বিজ্ঞপ্তির ওপর। এই প্রতিবেদনে আমরা হাজির হয়েছি এমনই এক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। চাকরির পরীক্ষার্থীদের জন্য এক বড় সুযোগ। কারণ এই মুহূর্তে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণীতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির তরফে IIT KALYANI RECRUITMENT 2023 NOTIFICATION. খবর অর্থ বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হতে চলেছে। জানুন বিস্তারিত-
পদের নাম- Junior assistant
শূন্যপদ- 01
বেতন- প্রতিমাসে 21700 টাকা
আবেদন শুরু- 18/01/2023
আবেদন শেষ- 20/ 02/ 2023
বয়সসীমা- অনুর্ধ ২৭ বছর
আবশ্যিক যোগ্যতা- উক্ত পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে
কমার্সে স্নাতক স্নাতকোত্তর হলে তারসাথেই ট্যালি জিএসটি ইনকাম ট্যাক্স এ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে
নিয়োগ পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে
আবেদন মূল্য- এই পদে আবেদনের জন্য কোন আবেদন মূল্য লাগবে না
পদ্ধতি- অফলাইনের মাধ্যমেই করতে হবে আবেদন। নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রথমে প্রিন্ট করতে হবে। তারপর নোটিশের উল্লেখিত ডকুমেন্টস সহ ফর্মটি পূরণ করতে হবে। এবং উল্লেখিত সময়ের মধ্যে সঠিক ঠিকানায় তা জমা করে দিতে হবে
আবেদন পাঠানোর ঠিকানা- Deputy Register, Indian institute of Information Technology, kalyani, WEBEL IT Park (Near Buddha park) kalyani 741235 Nadia west bengal
অফিশিয়াল ইমেল- recruitment@iiitkalyani.ac.in
প্রয়োজনীয় নথিপত্র- বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র, অভিজ্ঞতা প্রশংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি, অন্যান্য নথিপত্র
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here