আগামী ১৪ই মার্চ শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় যেসমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে চলেছে এটি তাদের জীবনে প্রথম বড় পরীক্ষা হতে চলেছে। এবারের পরীক্ষাতেও রয়েছে যথেষ্ট কড়াকড়ি। আগামী ১৪ই মার্চ পরীক্ষা শুরু হতে চলেছে এবং শেষ হতে চলেছে আগামী ২৭শে মার্চ।
ইতিমধ্যে শিক্ষা দফতরের তরফে নানান নিয়মাবলি ঘোষণা করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো ছাত্রছাত্রীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার শুধু পরীক্ষা বাতিল হবে এমন নয়, রেজিষ্ট্রেশন নম্বর পর্যন্ত বাতিল হতে পারে, এমনটাই জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
উচ্চমাধ্যমিক পরীক্ষার যে যে নির্দেশাবলিগুলি ঘোষণা করা হয়েছে তা হল-
১) উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রতিটি কক্ষে দু’জন করে পরিদর্শক থাকবেন।
২) নজরদারির সময় কোনোরকম গাফিলতি হলে সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
৩) পরীক্ষার কক্ষে কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন রয়েছে কিনা তা নিশ্চিত করার পর তাদের প্রশ্নপত্র দিতে হবে।
৪) পরীক্ষার দিন যেই বিষয়ের পরীক্ষা থাকবে সেই বিষয়ের শিক্ষক ওইদিন পরীক্ষার হলে ডিউটি করতে পারবেন না।
৫) পরীক্ষা একবার শুরু হওয়ার পর কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী পরীক্ষা হলের বাইরে যেতে পারবেন না।
৬) পরীক্ষকদের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ উঠে আসলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭) পড়ুয়ারা কোনোরকম অসৎ উপায় অবলম্বন করছে কিনা সেই দিকে নজর রাখতে হবে।
৮) ভেনু সুপারভাইজারদের আইডি কার্ড দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব তাদের থাকবে।
৯) পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে কাউকে বাইরে বা বাথরুমে যেতে দেওয়া যাবে না।
১০) কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন থাকা যাবে না।
করোনা পরিস্থিতি কাটিয়ে এবারের ছাত্রছাত্রী যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে এটিই তাদের কাছে প্রথম বড় পরীক্ষা। করোনার সময় এই সিজনের ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা না হওয়ায় সকলকেই পাশ করিয়ে দেওয়া হয়। তবে এবার বেশ কড়া পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ। এবারের ছাত্রছাত্রী যারা উচ্চমাধ্যমিক দিতে চলেছে তাদের মানসিক চাপ কমানোর জন্য একটি সেশনের আয়োজন করা হয়।
মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। সেখানে সংসদ-সভাপতি ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে কড়া বার্তা দিয়েছেন। মোবাইল ফোন কোনো পড়ুয়ার কাছে পাওয়া গেলে তার পরীক্ষা ও রেজিষ্ট্রেশন নম্বর দুইই বাতিল হবে বলে জানান তিনি। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় যাতে কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয় তার জন্য শিক্ষা দফতর ২০ দফার নির্দেশিকা জারি করেছে।