কাজের ফাঁকে সকলেরই মন চায় টুক করে কোথাও একটু ঘুরে আসার জন্য। যদিও অনেক সময় খরচের কারণে বেশি দূরে যাওয়া সম্ভব হয় না সাধারণ মানুষের জন্য। তবে আজ আমরা আপনাদের জন্য এমন একটি জায়গা নিয়ে এসেছি যেটি এতোটাই মনোরম যে গেলেই আপনার মন ভালো হয়ে যাবে। আর সেখানে যেতে খুব বেশি খরচ হয় না।
এই জায়গাটি হল ভারতবর্ষের এক রাজ্য ঝাড়খণ্ডের ডিমনা। যেখানে চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর। এখানে যেহেতু খুব বেশি মানুষ ভীড় করেন না, তাই একান্তে সময় কাটাতে পারবেন। এখানে রয়েছে দলমা পাহাড় যার পাদদেশ খুবই সুন্দর এবং মনোরম। এখানে জলের হ্রদও রয়েছে। এখানে আপনি চাইলে চড়ুইভাতি করতে পারেন। আবার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পারেন।
যেভাবে যাবেন: হাওড়া থেকে টাটানগরগামী যে কোনো ট্রেনে উঠতে হবে। এবার সেখান থেকে জামশেদপুর নেমে সরকারি বা বেসরকারি বাসে করে চলে যেতে পারেন আপনার গন্তব্যস্থলে। চাইলে আপনি নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারেন। এজন্য আপনাকে বোম্বে রোড, খড়গপুর রোড, জাতীয় সড়ক ১৬, ১৮ দিয়ে টাটানগর পৌঁছতে হবে।
থাকার ব্যবস্থা: এখানে থাকার কোনো অসুবিধাই নেই। কারণ, প্রচুর রেস্টুরেন্ট, হোটেল এবং হোমস্টে রয়েছে। যেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি বেশ সস্তাও। তাই নতুন অভিজ্ঞতা নিতে এক্ষুনি ঘুরে আসুন দলমা পাহাড় এবং তার পার্শ্ববর্তী এলাকা।