ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স থাকলে মোটা টাকা ইনকাম হয়? জেনে নিন সহজ উপায়

Advertisement

কত উপার্জন হতে পারে ইনস্টাগ্রাম থেকে? বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া যেমন বিনোদনের এক নম্বর প্লাটফর্ম হয়ে উঠেছে, তেমনি উপার্জনেরও খুব ভালো উৎস হিসেবে গড়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলি। কম-বেশি এখন সকল মানুষেরই ফেসবুক হোয়াটসঅ্যাপ (Whatsapp), ইনস্টাগ্রাম (Instagram), ইউটিউবে (YouTube) নিজস্ব একাউন্ট থাকে। আর এই একাউন্ট থেকেই ঘরে বসেই করা যায় মোটা অংকের উপার্জন।

Advertisements

বর্তমানে ট্রেন্ডে চলছে ইনস্টাগ্রামের রিলস। বহু মানুষ এখন ইনস্টাগ্রামে সিনেমার ডায়লগ বা গানের সাথে ঠোঁট মিলিয়ে নাচ করে ভিডিও ছাড়ছেন। কারোর কারোর ভিডিও প্রচুর পরিমাণে পছন্দ করছেন মানুষজন। আর সেই থেকেই হচ্ছে তাদের উপার্জন। আপনিও যদি ভালো কনটেন্ট বানাতে পারেন, তাহলে আপনিও ইনস্টাগ্রাম থেকে উপার্জন করতে পারবেন। এছাড়া ইনস্টাগ্রামে পার্টনারশিপ প্রোগ্রাম এ যোগ দিয়ে, প্রোডাক্ট প্রমোশন করে, প্রোডাক্ট বিক্রি করেও আয় করা সম্ভব।

Advertisements

ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সারে কি কি ক্যাটাগরি আছে?

ন্যানো ইনফ্লুয়েন্সার বলা হয় যাদের ১ হাজার থেকে ১০ হাজার ফলোয়ার্স আছে।

মাইক্রো ইনফ্লুয়েন্সার বলা হয় যাদের ১০ হাজার থেকে ১ লাখ ফলোয়ার্স আছে।

ম্যাক্রো ইনফ্লুয়েন্সার বলা হয় যাদের ১ লাখ থেকে ১০ লাখ ফলোয়ার্স আছে।

মেগা অথবা সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার হল যাদের ১০ লাখের বেশি ফলোয়ার্স আছে।

ইনস্টাগ্রামে কিভাবে উপার্জন করা যাবে?

ব্র্যান্ড পার্টনারশিপ/ ব্র্যান্ড প্রোমোশন: আজকাল মানুষ সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করে তাদের বিভিন্ন প্রোডাক্ট কিনে থাকেন। বিশেষ করে বিউটি, ফ্যাশন এবং হেলথ – এই তিনটি সেক্টরের প্রোডাক্ট মানুষ সোশ্যাল মিডিয়া থেকেই অনুপ্রাণিত হয়ে কিনে থাকেন। সেই জন্য বড় বড় প্রোডাক্ট এর ব্র্যান্ডগুলি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের সাথে পার্টনারশিপ করে তাদের মাধ্যমে প্রোডাক্ট প্রমোশন চালায়। মাইক্রো, ম্যাক্রো এবং মেগা ইনফ্লুয়েন্সাররা এভাবে ভালো টাকা আয়ের সুযোগ পেয়ে যায়।

প্রোডাক্ট বিক্রয়: আপনার যদি নিজস্ব কোন ব্যবসা থাকে, সেটি কাপড়ের হোক বা হাতে তৈরি কোন জুয়েলারি বা প্রোডাক্ট হোক, তা ইন্সট্রাগ্রাম এর মাধ্যমে আপনি বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতে পারেন। এক্ষেত্রে প্রতিনিয়ত আপনাকে আপনার একাউন্ট থেকে প্রোডাক্টগুলি ছবি তাদের বৈশিষ্ট্যসহ প্রোমোট করতে হবে। তুই তাদের পছন্দ হলে আপনার সাথে সরাসরি ইনস্টাগ্রাম প্রোফাইলে যোগাযোগ করতে পারবেন।

বোনাস: দীর্ঘদিন ইনস্টাগ্রাম ব্যবহার করতে করতে একটা সময় অনেক মানুষই আপনাকে ফলো করতে শুরু করবেন। এই ফলোয়ার্সের উপর ভিত্তিকেরও একটা মোটা টাকা উপার্জন করা যায়। ইনস্টাগ্রাম রিলসের ক্ষেত্রে বোনাস হিসেবে প্রায় দশ হাজার ডলার পাওয়া যায়। আর কোন কোন রিলস যদি ভাইরাল হয় বা অনেক বেশি ফলোয়ার্স হয়ে যায়, তবে সেক্ষেত্রে প্রতি মাসে ৭ থেকে ৮ লাখ টাকা উপার্জন করা সম্ভব।

ইনস্টাগ্রামে কত টাকা উপার্জন হতে পারে?

যারা ন্যানো ইনফ্লুয়েন্সার যদি পোস্ট করেন তবে প্রতি পোস্টে ৪ থেকে ১৬ হাজার টাকা উপার্জন হতে পারে। মাইক্রো ইনফ্লুয়েন্সাররা প্রতি পোস্টে ১৬ থেকে ৩০ হাজার টাকা আয় হতে পারে। ম্যাক্রো ইনফ্লুয়েন্সদের সেখানে ৩৫ থেকে ৬০ হাজার টাকা। আর মেগা ইনফ্লুয়েন্সারা সবচেয়ে বেশি উপার্জন করতে পারে, প্রায় ১ লাখ টাকা।

Related Articles