নিউজরাজ্য

মাসিক বেতন ১৬,৯৫০/- টাকা, রাজ্যে এইট পাশে হোমগার্ড নিয়োগ, শীঘ্রই আবেদন করুন

অষ্টম শ্রেণীর বেশি পড়াশোনা করা হয়নি? তাহলেও কিন্তু চিন্তিত হওয়ার কারণ নেই কারণ অষ্টম শ্রেণী পাস করেও চাকরি পাওয়ার সুযোগ রয়েছে শুধু তার জন্য চোখ রাখতে হবে বিভিন্ন পরীক্ষার ওপর। এই যেমন বর্তমানে অষ্টম শ্রেণীর উত্তীর্ণদের জন্য চাকরির সুযোগ নিয়ে এসেছে জেলা পুলিশ।

রাজ‍্যের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে জেলার বিভিন্ন থানা এলাকায় অষ্টম শ্রেণী পাশে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। রইল আবেদন করার পদ্ধতি ও এর বিষয়ের বিস্তারিত তথ্যাদি।

পদের নাম- Home guard
শূন‍্যপদ- 100টি
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- দৈনিক বেতন ৫৬৫ টাকা

আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমেই করতে হবে আবেদন। প্রথমে প্রার্থীদের নিজেদের থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফর্মটি পূরণ করে সময়ের মধ্যে নিজেদের থানাতে গিয়ে জমা করে দিতে হবে। ফর্ম ও ডকুমেন্টসগুলি একটি মুখ বন্ধ খামে ভরে তবেই জমা করবেন‌।

আবেদনের শেষ তারিখ- 17/02/2023

নিয়োগ পদ্ধতি- প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে। তবে এটা ছাড়াও দৌড় ক্ষমতা দেখা হবে এবং শারীরিক মাপ নেওয়া হবে।

নিয়োগ স্থান- পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কোতয়ালী, শালবনী, ডেবরা, দাঁতন, খড়্গপুর লোকাল সহ মোট আটটি থানায় নিয়োগ করা হবে।

ডেইলি জব আপডেট পেতে অবশ্যই লাইক করে রাখুন পেজটি।