নিউজদেশরাজ্য

কন্যা সন্তান থাকলেই পাবেন ১১ হাজার টাকা, নতুন স্কিমে এইভাবে করুন আবেদন

বর্তমান সময়ে পুরুষদের মতোই সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন মহিলারা। শিক্ষা, চাকরি, রাজনীতি থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও নারীদের অবদান এখন গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নানান প্রকল্প নিয়ে আসা হয়। আসলে নারী ক্ষমতায়নের দিকটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

আরে এবার এরকমই একটি সংস্থার তরফ থেকে কন্যা সন্তানদের জন্য একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে। যেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তার নামে 11 হাজার টাকা ফিক্সড ডিপোজিট করা হবে। কন্যা সন্তানের ভবিষ্যতকে উন্নত করার লক্ষ্যেই এই প্রকল্পটি নিয়ে এসেছে ‘জেনেক্স’ নামক একটি সংস্থা।

‘বাল বিকাশ কার্যক্রম’এর অধীনে ‘Genex Child Project’ নামক এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে মূলত কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর তার নামে 11 হাজার টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। এরপর সেই সন্তান যখন 18 বছরে পদার্পণ করবে তখন সেই টাকা ইচ্ছামতো খরচ করতে পারবে। এই প্রকল্পের ক্ষেত্রে বাবা-মাকে কোনরকম টাকা দিতে হবে না।

আসুন তাহলে জেনে নেওয়া যাক এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে।

প্রথমেই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ‘https://www.genexchild.com’এ যেতে হবে।

এবার সেখানে হোমপেজে ‘রেজিস্টার’ নামক অপশনে ক্লিক করে সন্তানের মায়ের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করে, ‘নেক্সট’ অপশনে ক্লিক করতে হবে।

সেখানে ক্লিক করার পর মোবাইল নম্বরে ওটিপি আসবে। সঠিক ওটিপি ইনপুট করলে সাবমিট বাটনে ক্লিক করে যে পেজ আসবে সেখানে কন্যা সন্তানের বাবার সমস্ত তথ্য দিতে হবে।

এরপর Rs.11000 Fixed Deposit for Girl Child অপশনে ক্লিক করে ওই সন্তানের মা যে হাসপাতালে ভর্তি ছিলেন বা ভর্তি আছেন তার যাবতীয় তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট করতে হবে।

আবেদনের জন্য যা যা ডকুমেন্টস লাগবে:

1. কন্যা সন্তানের বাবা-মায়ের আধার নম্বর।
2. কন্যা সন্তানের মায়ের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
3. ইমেইল অ্যাড্রেস।
4. মোবাইল নম্বর।
5. কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট এবং এক কপি ছবি।