ফ্রিজকে বাংলায় কি বলা হয়? উত্তর দিতে ব্যর্থ হয়েছেন ৯৯% মানুষই

Advertisement

এই গরমে আইসক্রিম, কোলড্রিঙ্কস তো খাচ্ছেন, জানেন কি রেফ্রিজারেটরের বাংলা শব্দ কি? জানুন এই প্রতিবেদনে
আধুনিক যুগে উন্নত প্রযুক্তির ব্যবহারে আসছে নতুন নতুন যন্ত্র। যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকার করে। সেরকম একটি যন্ত্র হলো রেফ্রিজারেটর। যা খাবার জাতীয় বিভিন্ন জিনিসকে নষ্ট হওয়া থেকে বাঁচায়। গ্রীষ্মকালে গরমের আবহাওয়ায় তৈরি করা কোনো খাবার হোক বা ফল, শাকসবজি হোক সবকিছুই বাইরে পড়ে থাকলে তা দ্রুত নষ্ট হয়ে যায়।

Advertisements

তাই গ্রীষ্মকালে এই রেফ্রিজারেটরের চাহিদা বেশ দেখা যায়। যার ভিতর এই খাবার জাতীয় জিনিস রেখে দিলে তা ঠান্ডা থাকে এবং সহজে নষ্ট হতে দেয় না। চলতি বছরেই এপ্রিলের শুরু থেকে অনুভূত হয়েছে ভ্যাপসা গরম। কার্শিয়াং-এ যে হারে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছিল তা অবাক করেছিল সকলকে। দক্ষিণবঙ্গেও লক্ষ্য করা যাচ্ছে এই আবহাওয়া।

Advertisements

যার ফলে মানুষ ঠান্ডা খেতে পছন্দ করছেন এবং ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করছেন। বর্তমান সময়ে কম-বেশি প্রায় সকলের বাড়িতেই এই রেফ্রিজারেটর মেশিন দেখা যায়। যেখানে রাখা হয় রান্না করা অতিরিক্ত খাবার সহ ফল, শাকসবজি ও আরো অন্যান্য খাবার। কেউ রান্না ঘরে রেফ্রিজারেটর রাখে তো কেউ আবার ডাইনিং রুমের নির্দিষ্ট জায়গায়।

তবে রেফ্রিজারেটর দেওয়াল থেকে নির্দিষ্ট কিছুটা দূরে রাখতে হয়। তবে রেফ্রিজারেটর নিয়ে তো এত আলোচনা হচ্ছে, জানেন কি রেফ্রিজারেটরের বাংলা শব্দ? সাইকেল, চেয়ার, টেবিল, বাইক, ট্রেন প্রভৃতির মতো রেফ্রিজারেটরও একটি ইংরেজি শব্দ। তবে এই ইংরেজি শব্দ রেফ্রিজারেটরের বাংলা নাম রয়েছে। আর তা হল ঠান্ডা যন্ত্র। যা অনেকের কাছেই অজানা ছিল।

Related Articles