Mukesh Ambani: জন্মসূত্রে ভারতীয়ই নন মুকেশ আম্বানি? ফাঁস হল ধনকুবেরের এই অজানা কাহিনী

Mukesh Ambani: ভারত তথা পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে মুকেশ আম্বানির। ‘রিলায়েন্স’ সংস্থার মালিক মুকেশ আম্বানিকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তবে ব্যবসার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে এমন কিছু তথ্য রয়েছে, যা জানলে অবাক হবেন আপনি। আজ আমরা সেই বিষয়গুলিই আলোচনা করবো। হয়তো অনেকেই জানেন না মুকেশ আম্বানির জন্ম ভারতে হয়নি।
তার জন্ম হয়েছে ইয়েমেনে। মুকেশ আম্বানির জন্মের পর গোটা পরিবার নিয়ে ধীরুভাই আম্বানি মুম্বাই চলে আসেন। ছোট্ট একটি জায়গার মধ্যে কষ্ট করে বড়ো হয়েছেন তিনি।নিজের পড়াশোনাই শেষ করতে পারেননি মুকেশ আম্বানি। কি অবাক হচ্ছেন তো? তবে এমনটাই সত্যি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পর স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’তে এমবিএ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি।
তবে বাবার ব্যবসার কাজে মন দেওয়ার জন্য মাঝপথেই পড়াশোনা ছাড়তে হয় তাকে। যদিও তার বাবা ধীরুভাই আম্বানি চেয়েছিলেন তাদের ছেলেমেয়েদের অন্যরকমভাবে শিক্ষা দিতে। তাইতো পুঁথিগত শিক্ষার দিকে কখনোই জোর দেননি তিনি বরং বাড়িতেই অন্যরকম শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি চেয়েছিলেন তার সন্তানেরা পৃথিবী সম্পর্কে জ্ঞান অর্জন করুক।
অন্যদিকে তার জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নীতা আম্বানির সাথে পরিচয়। একটা নৃত্যানুষ্ঠানে নীতাকে দেখেছিলেন মুকেশ। সেখানেই তার পছন্দ হয়ে গিয়েছিল তাকে। অবাক করা বিষয় হলো মুম্বাইয়ের রাস্তার ট্রাফিক আটকে নীতাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন মুকেশ। এরপর তাদের দীর্ঘ দাম্পত্যজীবনের কথা সকলেই জানেন।