নিউজদেশ

প্রতিমাসে বেতন প্রায় ২৫ হাজার টাকা, মাধ্যমিক পাশেই বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ, এভাবে করুন আবেদন

আপনি যদি একজন চাকুরিপ্রার্থী হয়ে থাকেন, তবে আপনার জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সে শূন্যপদে নিযুক্তের বিজ্ঞপ্তি জারি করা হলো। BSF এর বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই পদে আবেদন করবার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন, এছাড়াও কিভাবে আবেদন করবেন এই ধরনের নানা বিস্তারিত তথ্য নিয়ে রইল আমাদের প্রতিবেদন।

পদের নাম- CT(Ward Boy/Ward Girl/Aya)

শূন্যপদ- ৫টি

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর সাথে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

বেতন- ২১,৭০০-৬১,১০০ টাকা।

পদের নাম- Constable

শূন্যপদ- ১টি

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর সাথে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

বেতন- ২১,৭০০-৬১,১০০ টাকা।

পদের নাম- Junior X-Ray Assistant (Head Constable)

শূন্যপদ- ৪০টি

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এর সাথে এই সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

বেতন- ২৫,৫০০-৮১,১০০ টাকা।

পদের নাম- ASI/Lab Technician

শূন্যপদ- ৭টি

পদের নাম- ASI/ Dental Technician

শূন্যপদ- ১টি

শিক্ষাগত যোগ্যতা- উভড় পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এর সাথে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

বেতন- ২৯,২০০-৯২,৩০০ টাকা।

পদের নাম- SI/ Stuff Nurse

শূন্যপদ- ১০টি

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এর সাথে GNM কোর্স করে থাকতে হবে।

বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

বেতন- ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।

আবেদন পদ্ধতি- আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে আবেদন করতে পারেন। আবেদন করবার জন্য সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করবার সময় বৈধ ইমেল আইডি, ফোন নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটসহ প্রযোজনীয় নথি আপলোড করতে হবে।

কারা কারা আবেদন করতে পারবেন- যেকোনো ভারতীয় নাগরিক, পুরুষ ও মহিলা উভয়ই এই পদগুলিতে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ দিন- ২২-০২-২০২৩

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের PST( Physical Standard Test) এর মাধ্যমে নিয়োগ করা হবে।