৮০ কোটি দেশবাসীদের জন্য সুখবর, বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়াল কেন্দ্র সরকার!
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী "গরিব কল্যাণ অন্ন যোজনা" মেয়াদ তিন মাস বৃদ্ধির ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা

উৎসবের মরসুম শুরু হতে চলেছে বঙ্গে, আর এর মধ্যেই বিশাল বড় সুখবর দিলেন মোদি সরকার। করোনাকালীন থেকে চালু হওয়া “প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনায়” বিনামূল্যে রেশন সেপ্টেম্বর মাসে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল কেন্দ্র। কিন্তু আমজনতার কথা ভেবে সেই সময়সীমায় এবার বাড়িয়ে দেওয়া হলো।
২০২০ সালের এপ্রিল থেকেই আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্প অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হতো। বর্তমানে অবস্থা স্বাভাবিক হলেও এই সুবিধা চালিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বর মাসে তা বন্ধ হওয়ার কথা থাকলেও আরও তিন মাস যাবত বিনামূল্যে রেশন সুবিধা জারি থাকল।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী “গরিব কল্যাণ অন্ন যোজনা” মেয়াদ তিন মাস বৃদ্ধির ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ডিসেম্বর মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে এর সময়সীমা।
করোনার মতো মহামারীর আবহে এই প্রকল্পের অধীনে উপকৃত হয়েছেন বহু দরিদ্র পরিবার। পরিসংখ্যান বলছে, প্রকল্পটির আওতায় 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। যে স্কিমটি চালাতে সরকারকে প্রতি বছর ১৮ বিলিয়ন ডলারের বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। কিন্তু আমজনতার কথা ভেবে এমন অবস্থায় খাদ্য মন্ত্রক কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি লিখে সংশ্লিষ্ট প্রকল্পটির মেয়াদ আরো তিন মাস বাড়ানোর পক্ষে সুপারিশ করেন। আর তারপরেই আলোচনার মাধ্যমে আরো তিন মাস যাবত এই প্রকল্পটিকে চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্ট থেকে জানা গেছে এখনো পর্যন্ত ফুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে খাদ্যশস্যের মজুদের ক্ষেত্রে কোন ঘাটতি নেই। তাই অনুমান করা হয়েছে মোদি সরকার সেপ্টেম্বরের পরেও খাদ্য প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দিতে পারে। সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত।