Advertisements

শ্রাবন্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, কি করলেন তারকা অভিনেত্রী

Advertisements

পশ্চিম বেহালার বিজেপি তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় রুজু হল মামলা। কলকাতা পুলিশের তরফে তারকা প্রার্থী এবং তার দলের অন্যান্য কর্মী সমর্থক দের উপর মামলা দায়ের হয়েছে।

বিজেপির তারকা প্রার্থী বিরুদ্ধে অভিযোগ বিনা অনুমতিতে তিনি রোড শো করেছেন। রবিবার চতুর্থ দফা নির্বাচন আর তার আগেই জোরকদমে মাঠে নেমে পড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শেষ বারের জন্য বেরিয়েছিলেন। তবে কোনো মত অনুমতি ছাড়াই শ্রাবন্তী রোড শো করেছেন, এমনটাই দাবি করছে কলকাতা পুলিশ।

এদিন শ্রাবন্তীর হয়ে প্রচারে নামার কথা ছিল মিঠুন চক্রবর্তী তবে পুলিশের অনুমতি মেলেনি, যায় ফলে মেজাজ হারান টলিউডের নায়িকা। কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানা বিক্ষোভ দেখান বিজেপি তারকা প্রার্থী শ্রাবন্তী। বেহালার ভূমিকন্যা অভিযোগ করেন বিজেপির প্রচার আটকানোর জন্য এই কাজ করছে পুলিশ। এরপর তিনি কোনো প্রকার অনুমতির তোয়াক্কা না করেই শুরু করেন রোড শো।

এদিন মিঠুনকে নিয়ে শ্রাবন্তীর ডোর তু ডোর ক্যাম্পেইন করার কথা ছিল, সেই মত। পর্ণশ্রী থানা আবেদন জমা দেওয়া হলেও ছাড়পত্র দেয়নি পুলিশ। পুলিশের কোথায় রোড শো এর জন্য ছাড়পত্র লাগবে নির্বাচন কমিশন। আর সেই কারণেই শেষ দফা প্রচারে মহাগুরুকে নিয়ে প্রচার করতে পারেননি শ্রাবন্তী, তারপরই যারপর নয় ক্ষেপে যান অভিনেত্রী।

এদিন মিঠুনের সাথে রোড শো বাতিল হওয়ার পর শ্রাবন্তী নাম না করে শাসক দলকে আক্রমণ করে বলেন, এতো ভয়? কারা করেছে কীভাবে করেছে, সবাই জানে। কীসের এত ভয়? তবে এটাই বলব, আমরা জিতে গেছি।কোনও দুর্নীতিতে আমরা নেই। আমরা ভগবানের নাম নিয়ে প্রচার করেছি। দেখিয়ে দেব। আমি বহিরাগত নই। কে বহিরাগত সবাই জানে’।

Related Articles