নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

Breaking- করোনায় আক্রান্ত হলে ভয়ের কিছু নেই! দেশবাসীর উদ্দেশ্যে বিশেষকিছু বার্তা দিলেন মোদী

প্রীতম দাস : করোনা ভাইরাসের কবলে এখন গোটা পুরো বিশ্ব। ভারতে এখন করোনা ভাইরাসের থাবা পড়েছে। যার দরুন গোটা ভারতবর্ষজুড়ে লকডাউন করে দিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। আজ ২৯ শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বহুচর্চিত ‘ মন কি বাত

Published By: Sangbad Safar Desk | Updated:

প্রীতম দাস : করোনা ভাইরাসের কবলে এখন গোটা পুরো বিশ্ব। ভারতে এখন করোনা ভাইরাসের থাবা পড়েছে। যার দরুন গোটা ভারতবর্ষজুড়ে লকডাউন করে দিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। আজ ২৯ শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বহুচর্চিত ‘ মন কি বাত ‘ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে শিক্ষণীয় অনেক কিছু বার্তা দিলেন।

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বলেন আগামী কয়েক দিন ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। দেশবাসী সুরক্ষার জন্যই লকডাউন। এই মরণ ভাইরাসের মুকাবিলা আমাদের সবাইকে করতে হবে। সবাই ঘরে আটকে যার জন্য কেউ কেউ আমার উপর রেগে। এই অবস্থার জন্য আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। এই ভয়ঙ্কর মহামারীর বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে। নিয়ম ভাঙলে লড়াই জেতা কঠিন হয়ে দাঁড়াবে। রোগমুক্তি সবচেয়ে বড় ভাগ্য বলে এদিন বার্তা দেন প্রধানমন্ত্রী। এদিন তিনি তার মন কি বাত অনুষ্ঠানে দুজন করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠা মানুষের সাথে কথা বলেন। সাস্থকর্মীরা প্রাণপণ লড়াই করে যাচ্ছেন তাদের এই লড়াই আমাদের সবাইকে অনুপ্রেরণা জোগায়। করোনা কোন সাধারণ রোগ নয় , করোনা নিয়ে দয়া করে আতঙ্কিত হবেন না , সতর্কতাই এই রোগের একমাত্র পথ। বিশ্বের অবস্থা দেখেই এই লকডাউন এর মতো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

করোনা আক্রান্ত হলে ভয়ের কিছু নেই চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব। সঠিকভাবে নিয়ম পালন করলে বাঁচবে দেশ বলে অভয়বার্তা দেন আমাদের প্রধানমন্ত্রী।করোনা এখন সমাজের সব ক্ষেত্রে মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাই গোটা মানবজাতিকে একজোট হয়ে লড়াই করতে হবে।কিছু মানুষ লকডাউন কে অমান্য করছেন তারা শুধু নিজেদেরই ক্ষতি করছেন না এর সাথে অন্যদেরকেও ক্ষতি করছেন। বিদেশে চিকিৎসা পদ্ধতি ভালো হওয়া সত্ত্বেও সংক্রমণ নিয়ে বাড়ছে সমস্যা। ভারত যেন এই অবস্থার মুখোমুখি না হয় তার জন্য চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীরা লড়াই করছেন। তিনি এদিন অনুরোধ করেছেন যে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থতার কথা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করুন। এদিনের মন কি বাত অনুষ্ঠান থেকে তিনি দেশবাসীকে অভয়বার্তা ও সতর্ক থাকার উপদেশ দেন।