বাজেট কম? মাত্র ১০০০ হাজার টাকায় বুক করুন অত্যাধুনিক ফিচারস সহ এই ইলেকট্রিক স্কুটার

Advertisement

সম্প্রতি ‘ওলা'(Ola) সংস্থার তরফ থেকে নিয়ে আসা হয়েছে এমন একটি দুর্দান্ত অফার যার সাহায্যে মাত্র ৯৯৯ টাকায় বুক করতে পারবেন ইলেকট্রিক স্কুটার। কী অবাক হচ্ছেন তো? এতো কম দামেও স্কুটার বুক করা যেতে পারে? তবে এমনটাই সম্প্রতি জানিয়েছে এই সংস্থা। বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। কারণ, পরিবেশ দূষণ এবং জ্বালানীর কথা মাথায় রেখে এসব যানবাহনের দিকেই বেশি ঝুঁকছেন সাধারণ মানুষ।

Advertisements

ইতিমধ্যেই বাজারে এসেছে বিভিন্ন সংস্থার ইলেকট্রিক স্কুটার। সেরকমই এবার ‘ওলা’র তরফ থেকে বেশ কয়েকটি নতুন মডেলের স্কুটার নিয়ে আসা হয়েছে। যেগুলি দেখতেও যেমন সুন্দর তেমনি তাদের ফিচারও দুর্দান্ত। নতুন স্কুটারগুলি হল Ola Electric S1 দাম ৮৪,৯৯৯ টাকা। Ola S1 দাম ৯৯,৯৯৯ টাকা এবং OLA S1 PRO দাম ১,৩৯,৯৯৯ টাকা।

Advertisements

আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক স্কুটারগুলির ফিচার সম্পর্কে-

এতে রয়েছে 36L bootspace, যার সাহায্যে প্রচুর জিনিস স্টোর করতে পারবেন।

রয়েছে হাইপার মোড একসেলেরেশন (Hyper mode acceleration)। ঘন্টায় সর্বোচ্চ ১১৬ কিমি স্পীড পাওয়া যাবে।

এটির ব্যাটারী ARAI certified। সারারাত চার্জ দিলে সারাদিন গাড়ি ব্যবহার করা যাবে।

স্কুটারের ওজন ৯৯ কিলো, যার ফলে এটি হ্যান্ডেল করা খুবই সহজ।

একইসাথে এই স্কুটার রয়েছে ৭ ইঞ্চি স্ক্রিন ডিসপ্লে, ডিস্ক ব্রেক সিস্টেম, রিয়ার মনো সাসপেনসন।

Related Articles