দেশনিউজ

ভারতের বাইরে বিদেশেও সরকার গঠন BJP! কি জানালেন বিপ্লব দেব

Advertisement
Advertisement

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যেন বিতর্কের সঙ্গে ছায়াযুদ্ধ করেন। বরারই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটল না। দেশে বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্যের জন‍্য রাতারাতি তাঁকে নিয়ে জোর আলোচনা শুরু হল। জানা গিয়েছে, বিপ্লব দেব দাবি করেছেন দেশ ছাড়িয়ে আন্তার্জাতিক স্তরে পৌঁছে যাবে তাঁর দল। তিনি জানান, দলের নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিকল্পনা অনুযায়ী, এবার প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কায় বিজেপির যাত্রা শুরু হবে! যার অর্থ দাঁড়াচ্ছে দেশ ছাড়িয়ে এবার বিদেশী রাজনীতিতে অভিষেক ঘটাতে চলেছে ভারতীয় জনতা দল।

উল্লেখ্য, ২০১৮ সালের ত্রিপুরা নির্বাচনে বামেদের হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি এবং মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব৷ সেই সময়ই রাজ্য নির্বাচনের প্রস্তুতি চলাকালীন দলের এক আভ্যন্তরীন বৈঠকের আলোচনাকে তুলে ধরে এই দাবি জানিয়েছেন বিপ্লব দেব৷ তিনি আরও জানান যে, একটি গেস্ট হাউসে এই ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে কিছু আভ্যন্তরীণ বিজেপি নেতৃত্বের মধ্যে৷ উত্তরপূর্ব বলয়ের বিজেপির সভাপতি অজয় জমবাল জানান যে, বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসেছে৷ এরই পরিপ্রক্ষিতে অমিত শাহ বলেন যে, শ্রীলঙ্কা এবং নেপালেও ছড়িয়ে পড়ে সেখানেও সরকার গঠন করবে দল। বিপ্লব দেব নিশ্চিত, আসন্ন বাংলার নির্বাচনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এ রাজ্যে সরকার গঠন করবে বিজেপি। অমিত শাহের নেতৃত্বে বিজেপি দল যেভাবে ধীরে ধীরে জাতীয় স্তর এবং দেশের মধ্যে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে, তা প্রশংসাযোগ্য। ইতিমধ্যেই বিজেপিকে বিশ্বের সর্ববৃহৎ দল বলে ঘোষণা করেছেন বিপ্লব৷

অন্যদিকে, কেরলে প্রতি নির্বাচনে যেভাবে কংগ্রেস ও বামেদের মধ্যে ক্ষমতার লড়াই হয় এবং ৫ বছর অন্তর ক্ষমতায় ফেরে দুই দল, সেই হাওয়াও বদলে দেবে বিজেপি৷ শুধু দেশের গো-বলয় বা উত্তর প্রান্ত নয়, দক্ষিণ অংশের রাজ্যগুলিতেও সরকার গড়বে বিজেপি, এমনই তাঁর মত।

এই বিভ্রান্তিমূলক মন্তব্য করে বেকায়দায় পড়েছেন বিপ্লব, পূর্বেও বহুবার এমন ঘটনা ঘটেছে। গত বছর মহাভারতের সময় থেকে সোশ্যাল মিডিয়ার চল, এই মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছিলেন বিপ্লব৷ তবুও তিনি তাঁর নিজের জিভের উপর লাগাম দেননি। নেপাল, শ্রীলঙ্কায় বিজেপির যাত্রা সংক্রান্ত এই খবর সম্ভবত তারই নতুন সংযোজন৷

Related Articles