Big News- আর কিছুক্ষন বাদেই বড়সড় ঘোষণা করতে পারেন মোদী!

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের আতঙ্ক হু-হু করে বাড়ছে চারিদিকে। দেশের সমগ্র রাজ্য লকডাউন করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে দিন আনা দিন খাওয়া শ্রেণীর মানুষের। এই দুর্যোগ অর্থনীতিতেও বিশাল প্রভাব ফেলেছে। করোনা ভাইরাস মোকাবিলায় কি করা উচিত বা কি করা উচিত এই নিয়ে অনেক বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার রাত ৮ টায় পুনরায় কিছু বক্তব্য রাখবেন তিনি। বক্তব্যের বিষয়বস্তু হবে করোনা ভাইরাস মোকাবিলায় কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এর জন্য যে অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তার সাময়িক সমাধান।
সূত্রের খবর অনুযায়ী আর্থিক মন্ত্রালয় অর্থসংক্রান্ত প্যাকেজ নিয়ে পর্যালোচনা করছেন। এই প্যাকেজে চারটি গুরুত্বপূর্ণ ভাগ থাকবে৷ এই বিষয়ে বিস্তারিত খবর আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করতে চলেছে সরকার৷ এছাড়া সূত্রের মাধ্যমে খবর, আর্থিক প্যাকেজের প্রথম ভাগে দিন মজুর বা ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য বিশেষ ফান্ড থাকতে পারে৷ সেক্ষেত্রে তাদের ডায়রেক্ট ক্যাশ ট্রান্সফারের উপর জোর দেওয়া হতে পারে৷ এছাড়া বিল্ডিং বা অন্য কনস্ট্রাকশন শ্রমিকদের অ্যাক্ট অনুযায়ী, যে সেস নেওয়া হয়েছে তা ব্যবহার করা হতে পারে৷
এই সেসে প্রায় ৩০ হাজার কোটি টাকার ফান্ড বেঁচে রয়েছে৷ আর্থিক প্যাকেজের দ্বিতীয় ভাগে MSME, Aviation, হোটেল অ্যান্ড ট্যুরিজমের মতো সেক্টরের জন্য বিশেষ ফান্ডের ব্যবস্থা করা হতে পারে৷ প্যাকেজের তৃতীয় ভাগে ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর জোর দেওয়া হতে পারে৷ তেমন হলে লোনের ক্ষেত্রে বড় ছাড় ঘোষণা করা হতে পারে৷ এছাড়া সস্তায় লোন দেওয়া এবং লোনের মেয়াদ বৃদ্ধির উপর জোর দেওয়া হতে পারে৷ চতুর্থ ভাগে ট্যাক্সের বিষয়ে ছাড় ঘোষণা হতে পারে৷