Big Breaking- মারণ ভাইরাস করোনাকে হারিয়ে সুস্থ্য ৪০ জন ভারতীয়!

প্রীতম দাস: করোনা আতঙ্কে গোটা পৃথিবী এখন ত্রস্ত। ভারতে করোনা পরিস্থিতি তৃতীয় পর্যায়ে অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশন শুরু না হয় তার জন্য 21 দিনের লকডাউন করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। বর্তমানে এই মুহূর্তে ভারত সহ গোটা পৃথিবীতে করণার পরিস্থিতি ও আপডেট এক নজরে দেখে নেওয়া যাক।
গোটা পৃথিবীতে করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা 4 লক্ষ 22 হাজার 829 জন। আমাদের ভারতবর্ষে এখন অব্দি 562 জন আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর। এরমধ্যে 11 জনের মৃত্যু ঘটেছে ও 40 জন মানুষ করোনা মহামারী কে হারিয়ে নতুন সুস্থ জীবন লাভ করেছেন।
প্রতি 1 মিলিয়ন জনসংখ্যায় ভারতে করোনা আক্রান্তের হার 0.4। করোনাতে ভারতবর্ষে এখন অব্দি মোট 511 টি অ্যাক্টিভ কেস চলছে। সব মিলিয়ে এখন ভারতবর্ষ কোনভাবেই যাতে তৃতীয় পর্যায়ে না পৌঁছায় তার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে লড়াই শুরু হয়েছে। এই মহামারী কে হারিয়ে ভারতবর্ষে এক নতুন সূর্যোদয় হবে এই আশাই করব!