করোনার মারণ থাবায় বড়সড় বিপর্যয়ের মুখে গোটা বিশ্ব। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে বাড়ছে মারণ এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা যাতে খুব দ্রুত না ছড়িয়ে পড়ে তার জন্য গোটা দেশ লকডাউন ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গৃহবন্দি কোটি কোটি মানুষ। এখনো লাগাম দেওয়া গেল না করোনাকে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গে ভারতেও ভয়াবহ আকার নিচ্ছে করোনা। গতকাল ভারতে করোনায় আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ। আজও পাওয়া যাচ্ছে নতুন করে আক্রান্ত ও মৃতের খবর।
আজ শনিবার মৃত্যু হল করোনায় আক্রান্ত কেরলের এক ব্যক্তির। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বছর ৬৯ এর কোচির ওই বাসিন্দা। ভারতে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯০৬ জন। আপনাদের কাছে অনুরোধ করোনার হাত থেকে নিজের জীবনের সঙ্গে দেশবাসীর জীবন বাঁচাতে সব রকম সতর্কতা অবলম্বন করে চলুন। নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখার চেষ্টা করুন।