Big Breaking- বাংলাতেও করোনার চোখ রাঙানি! একলাফে বেড়ে গেলো আক্রান্তের সংখ্যা

Advertisement

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 । করোণা ভাইরাসে আক্রান্ত একই পরিবারের 5 জন আক্রান্ত হয়েছে। তারমধ্যে নয় মাসের এক শিশু এবং ছয় বছরের কন্যা ছাড়াও রয়েছে 11 বছরের এক কিশোর। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে শুক্রবার 61 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে 56 জনের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে আর 5 জনে রিপোর্ট পজেটিভ। তাদের আগেও একবার পরীক্ষা করানো হয়েছিল তখনও রিপোর্ট পজেটিভ এসেছিল।

Advertisements

করোনাকে রুখতে লকডাউন গোটা দেশ। করোনার মোকাবিলা করতে বিভিন্ন পন্থা অবলম্বন করতে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিজেই রাস্তায় বেরিয়ে শেখাচ্ছেন বহু উপায়। তারপরও রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 15 । আক্রান্তদের বাড়ি নদীয়া তেহট্টতে। আক্রান্ত ওই পরিবারের আরও চারজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।তো পরিবারের সবাইকে বাড়িতে কোয়ারান্টিনে থাকতে বলা হয়েছে পাশাপাশি ওই পরিবারের সংস্পর্শে আরও যারা এসেছিল তাদের চিহ্নিত করার কাজও শুরু করা হয়েছে।

Advertisements

রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে সম্প্রতি দিল্লিতে গিয়েছিল ওই পরিবারের এক সদস্য। সেখানে তিনি ইংল্যান্ড থেকে আসা এক ব্যক্তির সঙ্গে সংস্পর্শে এসেছিলেন।

Related Articles