যারা চাকরির পরীক্ষার্থী তাদের জন্য সুখবর। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে। এই ধরনের আরো নিয়োগ সংক্রান্ত তথ্য দেখতে অবশ্যই ফলো করতে হবে এই পেজ।
কেন্দ্রীয় সরকারের দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সামনে এসেছে তাতে যে কোন ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কতটা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেই সংক্রান্ত বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি
Employment no- 12949/ HR/ NCS/ IACCS/PE/03
পদের নাম- Project Engineer(electrical)
শূন্যপদ- 5টি (UR-2, OBC-2, SC-1)
পদের নাম- Project Engineer(Civil)
শূন্যপদ- 4টি (UR-03, SC-01)
বয়স- উভয় পদের জন্যই প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের জন্য ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Electronics/ Electrical/ Civil engineering-এ B.E/ B.TECH/ B.SC engineering করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- 40 হাজার থেকে 50 হাজার
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে করতে পারবেন আবেদন। আবেদন করতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় রকমের স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- Unreserved category প্রার্থীদের ক্ষেত্রে লাগবে 400 টাকা তবে সংরক্ষিত শ্রেণী অর্থাৎ SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফ্রি লাগবেনা।
আবেদনের শেষ তারিখ- 25th February, 2023
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে
নিয়োগ স্থান- পশ্চিমবঙ্গ, আন্দামান-নিকোবর, হরিয়ানা রাজস্থান উত্তরপ্রদেশ।