আপনি যদি এই মুহূর্তে চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে সময়ের সাথে সাথে আপডেট হতে হবে আপনাকেও। আর সব সময় আপডেট থাকতে লক্ষ্য রাখতে হবে চাকরির বিজ্ঞপ্তি নিয়োগ সম্পর্কিত পোস্টে। আর এমনই সব বিজ্ঞপ্তি নিয়োগ জানতে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানের প্রতিবেদনগুলিতে।
এই যেমন সম্প্রতি রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে চুক্তিভিত্তিকে প্রটেকশন অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, সময়সীমায় বা কি তার সমস্ত তথ্য দেওয়া রইল নিম্নে-
Employment No-26/SW/BNK
পদের নাম- protection officer
শূন্যপদ- 1টি
শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Social work/ Geography/ english/ political science/ Economics/ sociology -তে Master degree করা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ SC, ST পাঁচ বছর এবং OBC প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে 1st January 2023 তারিখ অনুযায়ী।
বেতন- প্রতি মাসে বেতন ১৪,০০০ টাকা
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে আবেদন পত্র ডাউনলোড করে সেটা পূরণ করতে হবে। বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটোকপি, সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে নিতে হবে। আর সেগুলো পাঠিয়ে দিতে হবে PDF Format -এ নিম্নলিখিত ইমেইলে
recruitmentpopwdv@gmail.com
আবেদনের শেষ তারিখ- 19th February 2023
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।