নিউজদেশ

মাসিক ৩৬ হাজার টাকা বেতনে ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, আবেদন চলছে

যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতির সাথেও বিশেষ নজর রাখতে হবে বিভিন্ন বিজ্ঞপ্তির উপর। আর নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞপ্তি জানতে অবশ্যই ফলো করুন এই পেজ সম্প্রতি সামনে আনা হল আরো এক নিয়োগ সংক্রান্ত খবর‌।

এই মুহূর্তে ব্যাংক অফ ইন্ডিয়াতে Probationary officer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিচে রইলো বিস্তারিত তথ্যাদি-

পদের নাম- Credit Officer
শূন‍্যপদ- 350 টি(UR-135, EWS-35, SC-53, ST-30, OBC-97)
শিক্ষাগত যোগ্যতা- যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশনে A degree থাকতে হবে।

পদের নাম- IT OFFICER
শূন‍্যপদ- 150 টি(UR-63, EWS-13, SC-23, ST-10, OBC-41)
শিক্ষাগত যোগ্যতা- যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Computer science/Computer Application/ Information Technology/ Electronics/ Electronics and Telecommunication/ Electronics and communication/ Electronics and instrumentation -এ Engineering/ Technology তে Degree করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- উভয় পদের ক্ষেত্রেই বয়স থাকতে হবে কুড়ি বছর থেকে ২৯ বছর বয়সের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন- পে লেভেল অনুযায়ী প্রতি মাসে বেতন ৩৬ হাজার টাকা থেকে ৬৩৮৪০ টাকা।

আবেদন- অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন। এর জন্য নিচে দেওয়ার লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক‍্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- GEN OBC EWS প্রার্থীদের ক্ষেত্রে লাগবে ৮৫০ টাকা, SC ST PWD প্রার্থীদের ক্ষেত্রে লাগবে ১৭৫ টাকা‌। বিভিন্ন নেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

আবেদনের শেষ তারিখ- 25th feb, 2023