Arpita Mukherjee: ED হেফাজতে কলা চাইলেন অর্পিতা! নায়িকার এমন আবদারে তাজ্জব অফিসাররা

ইডি-এর দেওয়া খাবারে রুচি হচ্ছে না রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রী-ঘনিষ্ঠ নায়িকা অর্পিতা মুখোপাধ্যায় এর। কখনো মন্ত্রীর বায়না ভাত তেলে ভাজা তো কখনো নায়িকার বায়না ড্রাই ফ্রুটস, ব্ল্যাক কফি। এবারে সেখানে নবতম সংযোজন কলা ও ডিম সেদ্ধ।
রাজ্যে ইডির তৎপরতায় সামনে এসেছে এসএসসি নিয়োগ দুর্নীতি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী নায়িকা অর্পিতা মুখোপাধ্যায় এর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে কোটি কোটি টাকা, সোনার গহনা, জমি বাড়ির দলিল ইত্যাদি। তারপরই তার গ্রেফতার হন এবং আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 3রা অগাস্ট অবধি থাকবেন ইডির হেওয়াজতে। আর সেখানেই তাদের দুজনের খাবারের বায়না শুনে চক্ষু চড়কগাছ ইডি আধিকারিকদের।
তবে ইডি হেফাজতে কেমন রয়েছেন, কি খাচ্ছেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল মোটেই কম নয়। কিন্তু ইডির সূত্রে জানা গেছে তাদের দুজনকেই পুষ্টিকর খাবারই দেওয়া হচ্ছে এবং প্রতি ৪৮ ঘন্টা অন্তর শারীরিক অবস্থারও চেক করা হচ্ছে। পার্থ বাবু ডায়াবেটিসের রোগী হলেও অর্পিতার শরীরচর্চার দিকে ঝোঁক রয়েছে। এবার তার সাথে জানা গেল অর্পিতার ডায়েট কেমন।
সকালে ঘুম থেকে উঠে চিনি ছাড়া লিকার চা ও সাথে ২টো বিস্কুট। প্রাতঃরাশে ৪টে ব্রাউন ব্রেড ৪ পিস ও কলা। মাঝে মধ্যে কখনও আবার ড্রাই ফ্রুটস। ঘণ্টা খানেক পর মৌসুম্বি লেবুর রস। মধ্যাহ্নভোজে ভাত, ডাল, সবজি, মাছের ঝোল। বিকেলে চা-বিস্কুট। রাতে ২টো রুটি এবং সবজি। তবে এবার সাথে নায়িকার নতুন আবদার ডিম-কলা।