ফের কড়া Lockdown-এ বাংলাদেশ, আগামী কাল থেকে জারি নয়া নির্দেশিকা

আবারও বিশ্বের প্রত্যেকটি দেশে বাড়ছে করোনা সংক্রমনের প্রকোপ। বাংলাদেশে এই মুহূর্তে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে আর সেই কারণেই লকডাউনের সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার।
৫ এপ্রিল থেকে টানা এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করল বাংলাদেশ। এই এক সপ্তাহ বন্ধ থাকবে সমস্ত অফিস আদালত তবে কল-কারখানা গুলিতে রোটেশন অনুযায়ী কাজ করা হবে, কারণ কলকারখানা বন্ধ হলেই শ্রমিকেরা বেরিয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে এবং তার ফলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানিয়েছে বাংলাদেশ মন্ত্রক।
বাংলাদেশ করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 50 জন। শুক্রবার করোনা সংক্রমণে হার ছিল 23.28 যা গত সাত মাসের তুলনায় সবথেকে বেশি।
আর সেই কারণেই চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশ সরকারের কপালে। এখন থেকেই সংক্রমণ কাবুতে আনার জন্য এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিন আওয়ামি লিগ জেনেরাল সেক্রেটারি তথা পরিবহন এবং ব্রিজ দপ্তরের মন্ত্রী ওবায়দুল কাদের (Obaidul Quader) জানান করোনার ভয়াবহতা দিন প্রতি দিন বেড়ে উঠেছে, বাংলাদেশ তাই এখন থেকেই তা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এক সপ্তাহের লকডাউন এর ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।