আন্তর্জাতিকনিউজ

৮০০ বছর পরে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা, যার সাক্ষী থাকবে গোটা পৃথিবীর মানুষ

Advertisement
Advertisement

মহাজাগতিক ইতিহাসে ঘটতে চলেছে এক অভাবনীয় ঘটনা। সোমবার সৌরজগতের সব থেকে বড়ো দুটি গ্রহ, বৃহস্পতি ও শনি পরস্পরের এতো কাছাকাছি আসবে যে সূর্যাস্তের পর গ্রহদুটিকে প্রায় সমান আকারের দেখা যাবে।

এধরনের ঘটনা খুবই বিরল। বৃহস্পতি নিজের সবচেয়ে কাছের গ্রহটির কাছাকাছি ২০ বছর অন্তর আসে। সেখানে এই ঘটনায় শনি আর বৃহস্পতির পারস্পরিক দূরত্ব হবে মাত্র ০.১ ডিগ্রির।

২০২০ সালের ২১শে ডিসেম্বর গোটা পৃথিবী সাক্ষী থাকবে এই বিরল মহাজাগতিক ঘটনার। ২১ শে ডিসেম্বর দিনটি মকরসংক্রান্তি বলেও খ্যাত, যেদিন দিনের দৈর্ঘ্য সবথেকে কম থাকে। আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে সূর্যাস্তের পর আকাশে দেখা যাবে এই বিরল এবং দুর্লভ দৃশ্য।

পৃথিবীর জ্যোতির্বিদ্যার ইতিহাসে ১৬২৩ সালের ১ জুলাই এই দুটি গ্রহ পরস্পরের এত কাছাকাছি এসেছিল৷ কিন্তু সূর্য খুব কাছাকাছি থাকায় এই বিরল ঘটনা দেখা অসম্ভব ছিল৷ তারও আগে ১২২৬ সালের ১ মার্চ এই দুটি গ্রহ এত কাছে এসেছিল। সে সময় সেটা পৃথিবী থেকে দেখা গিয়েছিল৷ এরপর এই ২০২০ সালের ২১ শে ডিসেম্বর, এই বিরল মহাজাগতিক ঘটনা পৃথিবীর বুক থেকে দেখা যাবে৷

Related Articles