দেশনিউজ

মোটরবাইক চালাতে এবার মানতে হবে ৭ টি বিশেষ নিয়ম, না মানলেই মোটা অংকের জরিমানা

এখনই জেনে নিন মোটর বাইক চালানোর সময় সেই ৭ টি গুরুত্বপূর্ণ নিয়ম-

Advertisement
Advertisement

বেপরোয়া ভাবে মোটরবাইক চালানোর ফলে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির ঘটনা। চালকেরা আইনকে অমান্য করে মোটর বাইক চালাচ্ছে। আর এবার ৭ টি নতুন নিয়ম আনা হয়েছে, যেগুলি না মানলে দিতে হবে মোটা অংকের জরিমানা।

এখনই জেনে নিন মোটর বাইক চালানোর সময় সেই ৭ টি গুরুত্বপূর্ণ নিয়ম-

১) মদ্যপান করে বাইক চালালে এবার থেকে গুনতে হবে মোটা অংকের জরিমানা। আগে ২০০০ টাকা জরিমানা ছিল। এখন সেটা ২০ হাজার টাকা বাড়ানো হল। এছাড়া মদ্যপান করে কোনো দুর্ঘটনা ঘটলে গাড়ির ইন্স্যুরেন্সের দাবি বাতিল হয়ে যাবে।

২) মোটরবাইক চালানোর সময় ফোনে কথা বলা খুব বিপদজ্জনক। আর এই ফোনে কথা বলতে বলতে বাইক চালালে এবার ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। এছাড়া বাতিল হবে ইন্স্যুরেন্সের সুবিধা।

৩) ওভার স্পিডিং বা খুব জোরে গাড়ি চালালে এবার জরিমানা দিতে হবে ২ হাজার টাকা।

৪) ট্রাফিক সিগন্যাল ভাঙার কারণে অনেকসময় দুর্ঘটনা ঘটে। আর এবার কেউ ট্রাফিক সিগন্যাল ভাঙলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। আর তার সাথে জরিমানা দিতে হবে ১ হাজার টাকা।

৫) হেলমেট ব্যবহার না করলে সেক্ষেত্রে জরিমানা হবে ১ হাজার টাকা। এছাড়া বাইকে লাইট কন্টেনার রাখার ক্ষেত্রে নির্দেশিকা জারি করেছে মন্ত্রণালয়। এক্ষেত্রে ধারোক্তির দৈর্ঘ্য ৫৫ও মিমি, প্রস্থ ৫১০ মিমি, উচ্চতা ৫০০ মিমি অতিক্রম করা যাবে না।

৬) ইন্স্যুরেন্সের পলিসি ছাড়া বাইক চালালে ২ হাজার টাকা ফাইন দিতে হবে।

৭) এছাড়া ২ জনের বেশি আরোহী বাইকে চাপালে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে।

এই নিয়মগুলি প্রত্যেক মোটর বাইক আরোহীকে মেনে চলার নির্দেষ দেওয়া হয়েছে।

Related Articles