Advertisements

চোখ রাঙাচ্ছে করোনা, শিয়ালদা ডিভিশনে বাতিল ১০৮ লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

Advertisements

করোনা ভাইরাসের ছোবলে জেরবার দেশ, দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার প্রতিদিনই সংক্রমনের সমস্ত রেকর্ড ভাঙছে ভাইরাস। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, এই পরিস্থিতিতে সবথেকে প্রভাব পড়েছে রেল পরিষেবায়, সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই শিয়ালদা ডিভিশনেই করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৭৫০ জন রেলকর্মী। আর তারপরেই ৫৪ জোড়া লোকাল ট্রেন বাতিল করেছে শিয়ালদা ডিভিশন। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।

ইতিমধ্যে বাতিল হয়েছে একাধিক স্পেশাল ট্রেন, যার মধ্যে আছে আপ এবং ডাউন হাওড়া-বোলপুর শান্তিনিকেতন, শিয়ালদহ-আসানসোল, হাওড়া-সিউড়ি, ভাগলপুর-মুজফ্ফরপুর, নবদ্বীরধাম-মালদা টাউন, আসানসোল-দীঘা, আসানসোল-টাটানগর। আপাতত পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই ট্রেনগুলি এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ।

গত দশ দিনে ভারতের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব রেলওয়ে মোট তিন হাজার রেল কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। যার প্রভাব পড়েছে ট্রেন পরিষেবায়, পাশাপাশি পূর্ব রেলের কর্মীদের সংগঠন ইস্টার্ন রেল মেনস ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে হাওড়া অর্থোপেডিক হাসপাতাল এবং শিয়ালদহে বি আর সিং হাসপাতালে রোগী ভর্তি নেওয়ার মতো নতুন করে জায়গা অবশিষ্ট নেই।

করোনার অন্যতম আঁতুড়ঘর হয়ে উঠেছে ভারতীয় রেল, আক্রান্তের হার এতটাই বেশি যে রেলের নিজস্ব ৭০ টি হাসপাতাল থাকা সত্বেও জায়গা দেওয়া যাচ্ছে না আক্রান্ত রেল কর্মীদের। ভারতীয় রেলবোর্ডের চেয়ারম্যান ও সিইও সুনীত শর্মা জানান, গোটা দেশে রেলের ৭০ টি হাসপাতালে মোট ৫ হাজার বেড রয়েছে, তাও আক্রান্ত রেল কর্মীদের জায়গা দেওয়া যাচ্ছে না। ফলে এইসব রেল কর্মীদের থাকতে হচ্ছে হোম আইসোলেশনেই।

Related Articles