নিউজলাইফস্টাইল

ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুখবর, নয়া ঘোষণা SBI-এর

ভারতের সর্ববৃহৎ ব্যাংক হলো স্টেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া। গ্ৰাহকদের জন্য তারা বরাবরেই নতুন কিছু পদক্ষেপ নিয়ে থাকে। এবারেও তার অন্যথা হয়নি। করোনা পরিস্থিতির মধ্যেই গৃহঋনে সুদের পরিমান কমালো SBI কর্তৃপক্ষ। নতুন বাড়ি কিনুন কিংবা ফ্ল্যাট কিনুন SBI থেকে লোন নিয়ে স্বপ্নপূরণ করতে পারেন। সুদের হারের পরিমান অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম আগামী ১০ ই জুন থেকে কার্যকর করা হবে। বর্তমানে MCLR ৭.২৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে এবং সেই সঙ্গে External Bench রেট ৬.৬৫ শতাংশ থেকে কমিয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে।

এদিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রেপো রেটের ওপর ভিত্তি করে গৃহঋণে সুদের হার প্রতি দুমাসে একবার করে পরিবর্তন হয়। অন্যদিকে, গত দু মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কয়েক দফায় ১.১৫ রেপো রেট কমিয়েছে। তারই কারনেই এবার এবার SBI গৃহঋণ সহ অন্যান্য ঋণের সুদ কমিয়ে দিয়েছে।

SBI কিছুদিন আগে সুদের হার কমিয়ে ছিল ২০ বেসিস পয়েন্ট। ১২ মে থেকে কার্যকরী ছিল এইটা। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ অনেক স্থায়ী আমানতেও সুদের হার কমিয়ে ছিল কিন্তু এই করোনা পরিস্থিতিতে সুদের বাজারে আবারও এক নতুন ধরনের প্রকল্প চালু হয় বরিষ্ঠ নাগরিকদের কথা ভেবে। বরিষ্ঠ নাগরিকদের কথা ভেবেই প্রকল্পটি চালু করে তারা। ‘এস বি আই উই কেয়ার ডিপোজিট’ প্রকল্পটি ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু আছে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles