দেশনিউজ

ক্ষমতা হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে করোনা, সমীক্ষা চালিয়ে নতুন রিপোর্ট পেশ করলো গবেষকরা

পায়েল গাঙ্গুলি: যত দিন যাচ্ছে ততই যেন বাড়ছে আতঙ্ক। করোনা কাঁটায় ত্রস্ত দেশ তথা গোটা বিশ্ব। অদৃশ্য ভাইরাস আতঙ্কে যেন কোণঠাসা হয়ে গেছে দেশবাসী। ক্রমাগত বাড়ছে করোনা হানা। এরই মাঝে ফের আতঙ্ক। ক্ষমতা বাড়ছে করোনার। নতুন করে সংক্রমিত হওয়া এই করোনাভাইরাস আগের চেয়ে অনেক বেশি ছোঁয়াচে বলছে সমীক্ষা। ভারতেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। প্রতিদিনই কানে আসছে ৩০-৩৫ হাজার মানুষের নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর। আর এই সব তথ্যের উপর ভিত্তি করে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সমীক্ষা চালায়।

সমীক্ষা অনুযায়ী বিশেষজ্ঞদের মত, নতুন করে সংক্রমিত হওয়া এই করোনা ভাইরাস আগের চেয়ে অনেক বেশি ছোঁয়াচে। তবে ,এই ভাইরাস আগের মতো আর ততটা প্রাণঘাতী নয়। যেহেতু এই ভাইরাসের ক্ষমতা বাড়ছে তাই প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে ২৭ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত দিল্লিতে ২১ হাজার ৩৮৭ জনকে নিয়ে সমীক্ষা চালানো হয়। এঁদের মধ্যে ২৩.৪৮ শতাংশের রক্তে করোনা-রোধী অ্যান্টিবডির উপস্থিতির প্রমাণ মিলেছে। উল্লেখযোগ্য বিষয় দিল্লিতে মৃদু উপসর্গ যুক্ত বা উপসর্গহীন প্রায় ৯৯.৬ শতাংশ করোনা আক্রান্ত দ্রুত সেরে উঠছেন।

বিশেষজ্ঞদের মতে, দিল্লিতে করোনা আক্রান্তদের মধ্যে ৯.৭ শতাংশের মধ্যে মারাত্মক শ্বাসকষ্টের সমস্যা ছিল। এই ৯.৭ শতাংশের মধ্যে SARS-এর লক্ষণ, ৩৪ শতাংশের মধ্যে MARS -র লক্ষণ মেলে। শুধু তাই নয় পাশাপাশি ১.৩ শতাংশ আক্রান্তের মধ্যে সোয়াই ফ্লু-এর উপসর্গ লক্ষ্য করেছেন বিশেষজ্ঞরা। দিল্লিতে করোনা আক্রান্ত্রের সংখ্যা ক্রমাগত বাড়লেও এই ভাইরাসে মৃত্যুর হার এখন ০.০৮ শতাংশ। এই ভাইরাস আগের মতো ততটা প্রাণঘাতী নয়! তাই দিল্লির মৃদু উপসর্গ যুক্ত বা উপসর্গহীন প্রায় ৯৯.৬ শতাংশ করোনা আক্রান্ত দ্রুত সেরে উঠছেন।

দমকা হাওয়ার মতো উড়ে এসে দেশজুড়ে জাঁকিয়ে রাজ করছে মারণ ভাইরাস করোনা। করোনা আতঙ্কে প্রতিমুহূর্তে ভয়ে কাঁপছে দেশবাসী। ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতে এই মুহূর্তে ১২ লাখ পেরিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্ত ১২,৩৮,৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫,৭২০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। যা আজ এখনও সবচেয়ে বেশি। দেশে মৃত্যুর সংখ্যা ২৯,৮৬১ জনের। ৪,২৬,১৬৭ জন এপর্যন্ত অ্যাকটিভ কেসের শিকার। অন্যদিকে, ৭,৮২৬০৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles