৩মে পর বাড়ানো হোক লকডাউন! কেন্দ্রের কাছে দাবি ছয় রাজ্যের

১৬ ই মে পর্যন্ত লকডাউন জারি রাখার কথা আগেই বলেছে রাজধানী দিল্লি। এবার দিল্লির সাথে সুর মেলালো আরও পাঁচ রাজ্য। দিল্লি লকডাউন বাড়ানো কথা ঘোষণা করার ঠিক পরের দিনই আরো ৫ রাজ্যের থেকে একই দাবি পৌঁছলো কেন্দ্রীয় সরকার মহলে। দেশের হটস্পট এলাকাগুলিতে ৩ রা মে এর পরেও একইভাবে লকডাউন চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও ওডিশা। তবে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, হরিয়ানা, হিমাচলপ্রদেশ ও কর্নাটক- এই ৬ রাজ্য কেন্দ্রের নির্দেশিকাই অনুসরণ করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
অসম, কেরালা ও বিহার রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগামী সোমবার ভিডিয়ো কনফারেন্স করার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। কোন কোন রাজ্য ও এলাকাগুলিতে এখনো লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন সে বিষয়ে আগামী সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল রয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। তিনি বলেছেন, ‘সোমবার ভিডিয়ো কনফারেন্সে লকডাউন তোলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার পর লকডাউনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের রাজ্যের পরিস্থিতি বিবেচনা করার পর প্রয়োজন হলে ৩ মে-র পর আরও ১৫ দিন লকডাউন ঘোষণা করে দেব। বেশি পরিমাণে সংক্রামিত এলাকাগুলি, যে জায়গাগুলো হটস্পট হিসেবে চিহ্নিত, সেই জায়গাগুলিতে লকডাউনের একই নির্দেশিকা বজায় থাকবে।’