নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

১৩ জুলাই শেষ সুযোগ, প্রচুর চাকরি দিচ্ছে SBI, জেনেনিন আবেদন পদ্ধতি

দেশে প্রচুর উচ্চ শিক্ষিত তরুণ-তরুণী এখন প্রায় বেকার। নিজের একটা কাঙ্ক্ষিত কর্মসংস্থান তারা হন্যে হয়ে খুঁজছে। চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা চলছে। তাই প্রত্যেক মুহুর্তে আমাদের নজর রাখতে হবে চাকরি বিজ্ঞপ্তির ওপর। আপনার জন্য নির্বাচিত রসালো শরীরে তীব্র মোচড়! ভরা যৌবন

Published By: Sangbad Safar Desk | Updated:

দেশে প্রচুর উচ্চ শিক্ষিত তরুণ-তরুণী এখন প্রায় বেকার। নিজের একটা কাঙ্ক্ষিত কর্মসংস্থান তারা হন্যে হয়ে খুঁজছে। চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা চলছে। তাই প্রত্যেক মুহুর্তে আমাদের নজর রাখতে হবে চাকরি বিজ্ঞপ্তির ওপর।

আপনার জন্য নির্বাচিত

সম্প্রতি শিক্ষার্থীদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়েছেন সুখবর‌। আপনি যদি চাকরি খুঁজছেন তাহলে তবে আপনার জন্য রয়েছে সুখবর কারণ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীদের আগামী 13 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

মোট শূন্যপদ- 444টি
হেড (প্রোডাক্ট ইনভেস্টমেন্ট এন্ড রিসার্চ)-1টি
সেন্ট্রাল রিসার্চ টিম(পোর্টফোলিও আন্ড ডেটা আনালিসিস)- 1টি
সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট)-1 টি
ইনভেস্টমেন্ট অফিসার-9 টি
প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (টিম লিডার) -3টি
ভাইস প্রেসিডেন্ট (স্ট্রেসড আসেসটস মার্কেটিং)-1টি
চিফ ম্যানেজার (স্পেশাল সিচুয়েশন টিম)-3টি
ডেপুটি ম্যানেজার ( স্ট্রেসড আসেসটর marketing) -3টি
প্রোডাক্ট ম্যানেজার – 6 টি
ম্যানেজার (ডাটা এনালিস্ট)- 2 টি
ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং) – 1টি
ফ্যাকাল্টি- 3 টি
এসএমই ক্রেডিট এনালিস্ট- 20 টি
ডেপুটি ম্যানেজার (আইএস অডিট)- 8টি
ব্যাংকিং সুপারভাইজার স্পেশালিস্ট- 1টি
ম্যানেজার (এনিটাইম চ্যানেল) – 1 টি এক্সিকিউটিভ (এফআই এন্ড এম এম)- 241 টি সিনিয়র এক্সিকিউটিভ সোশ্যাল ব্যাংকিং এন্ড সিএসআর- 85 টি
সিনিয়র এক্সিকিউটিভ- 6 টি

আগ্রহী প্রার্থীরা sbi.co.in/careers এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী 13 জুলাইয়ের মধ্যে আবেদন করতে ভুলবেন না।