নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

১০০ টাকার কমে রিচার্জ, ভ্যালিডিটি দু-মাস! দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন

দেবপ্রিয়া সরকার : ভোডাফোন গ্রাহকদের জন্য নতুন আকর্ষণীয় প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এলো ভোডাফোন আইডিয়া। এটিও অলরাউন্ডার প্রিপেইড রিচার্জ প্ল্যান। দু’মাসের অর্থাৎ ৫৬ দিনের ভ্যালিডিটি সহ ৯৫ টাকার এই প্ল্যানে পাওয়া যাবে ৭৪ টাকা টকটাইম। দেশের যে কোন জাগায় আউটগোয়িং

Published By: Sangbad Safar Desk | Updated:

দেবপ্রিয়া সরকার : ভোডাফোন গ্রাহকদের জন্য নতুন আকর্ষণীয় প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এলো ভোডাফোন আইডিয়া। এটিও অলরাউন্ডার প্রিপেইড রিচার্জ প্ল্যান। দু’মাসের অর্থাৎ ৫৬ দিনের ভ্যালিডিটি সহ ৯৫ টাকার এই প্ল্যানে পাওয়া যাবে ৭৪ টাকা টকটাইম। দেশের যে কোন জাগায় আউটগোয়িং কল এর ক্ষেত্রে খরচ হবে প্রতি সেকেন্ডে ২.৫ পয়সা। এর সঙ্গে থাকবে ২০০ এমবি ডেটা। আপাতত মুম্বাই, তামিলনাড়ু, চেন্নাই, কর্ণাটক, কেরালা ও মধ্যপ্রদেশের ভোডাফোন গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন।

আপনার জন্য নির্বাচিত

এর আগেও ৯৫ টাকায় অলরাউন্ডার প্ল্যানের সুবিধা ছিল। কিন্তু তার বৈধতা ছিল মাত্র ২৮ দিনের জন্য এবং আউটগোয়িং ভয়েস কলের ক্ষেত্রে খরচ হতো ১ পয়সা প্রতি সেকেন্ড। এর সাথে থাকতো ৫০০ এমবি ডেটা। গ্রাহকদের সুবিধার্থে সেই প্ল্যানের মেয়াদের বৈধতা দেওয়া হয়েছে ৫৬ দিনের জন্য। ৯৫ টাকার প্ল্যান ছাড়াও আরো দুটি অলরাউন্ডার প্যাক রয়েছে ২৮ দিনের জন্য। সেগুলি হল ৪৯ টাকা ও ৭৯ টাকার।

৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ পাওয়া যায় ৩৮ টাকা টকটাইম ও ১০০ এমবি ডেটা। এই প্ল্যানে আউটগোয়িং কল এর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে খরচ হয় ২.৫ পয়সা। অন্যদিকে ৭৯ টাকার প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ পাওয়া যায় ৬৪ টাকা টকটাইম ও ২০০ এমবি ডেটা। এই প্ল্যানে আউটগোয়িং কল এর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে খরচ হয় ১ পয়সা।