নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

সুখবর কলকাতার এনআরএস হাসপাতালে! কমলো করোনার আতঙ্ক

কলকাতার এনআরএস হাসপাতালে কমলো করোনার আতঙ্ক। করোনা আতঙ্কে হাসপাতালের চিকিত্সক, নার্স এবং স্বাস্থ্যকর্মী-সহ মোট ৭৯ জনকে গৃহ পর্যবেক্ষণে পাঠানো হয়েছিল। মঙ্গলবার ৩০ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছিল। আজ আরও ৪৩ জনের নমুনার রিপোর্টে COVID-19 নেগেটিভ এল। হাসপাতাল সূত্রে খবর, ৭৯

Published By: Sangbad Safar Desk | Updated:

কলকাতার এনআরএস হাসপাতালে কমলো করোনার আতঙ্ক। করোনা আতঙ্কে হাসপাতালের চিকিত্সক, নার্স এবং স্বাস্থ্যকর্মী-সহ মোট ৭৯ জনকে গৃহ পর্যবেক্ষণে পাঠানো হয়েছিল। মঙ্গলবার ৩০ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছিল। আজ আরও ৪৩ জনের নমুনার রিপোর্টে COVID-19 নেগেটিভ এল। হাসপাতাল সূত্রে খবর, ৭৯ জনের মধ্যে ৭৩ জনই করোনার হাত থেকে মুক্ত। তাদের শরীরে করোনার কোনো উপস্থিতি পাওয়া যায়নি। বাকি ৬ জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আপনার জন্য নির্বাচিত

উল্লেখ্য, কলকাতার এনআরএস হাসপাতালে গত ৩০ শে মার্চ হিমোফিলিয়ার এক রোগী পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি দেখে বুধবার তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে মৃত ওই ব্যক্তির শরীরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এই করোনা রোগীর মৃত্যুর পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এনআরএস হাসপাতালে। প্রাণের ভয়ে অনেকে হাসপাতালের ধারে কাছে আসতেও দ্বিধাবোধ করছেন। আতঙ্কিত হয়ে পড়েছে হাসপাতালের অন্য স্বাস্থ্যকর্মীরাও। বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে বিচার করে হাসপাতালের চিকিত্সক, নার্স এবং স্বাস্থ্যকর্মী সহ ৭৯ জনকে গৃহ পর্যবেক্ষণে থাকার নির্দেশ দিয়েছিল সাস্থ দফতর। তাদের মধ্যে ৭৩ জনের রিপোর্ট নেগেটিভ এলেও তারা গৃহ পর্যবেক্ষণে থাকবে। সাস্থ দফতর সূত্রে খবর, তাঁরা সকলে পুরোপুরি বিপদমুক্ত কি না তা নিশ্চিত হতে ফের একবার পরীক্ষা করা হবে।