সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে কড়া হুমকি সাংসদ মিমির। ভাইরাল ভিডিও

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের জেরে সারাদেশ জুড়ে চলছে লকডাউন। এর মধ্যেও কিছু মানুষ আক্কেলজ্ঞান হীনতার মত কাজ করছে। লকডাউন কে গুরুত্ব না দিয়ে নিজের খেয়ালে দেদার ঘুরে বেড়াচ্ছে। কেন্দ্র ও রাজ্য পক্ষ থেকে সামাজিক দূরত্ব মেনে চলার কথা ঘোষণা করলেও তা শুনছেন না অনেক সাধারণ মানুষ। ওদিকে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশে করোনা আক্রান্ত হয়েছে ১০৫০ জন ও মৃত্যু হয়েছে ২৫ জনের।
সাধারণ মানুষের এমন বেপরোয়া কাজকর্ম দেখে বেজায় চটেছেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিছু সাধারণ মানুষের এমন আক্কেল জ্ঞানহীনতা দেখে মিমি চক্রবর্তী সম্প্রতি তার টুইটার একাউন্টে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওটি মিমি চক্রবর্তী অভিনীত একটি সিনেমার ক্লিপ। ওই ছবিতে মিমির বিপরীতে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত। ভিডিওটিতে প্রথমেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে গণ্ডি কেটে দিচ্ছেন সাধারণ মানুষের জন্য। তারপরেই মিমি বলছেন, “মেপে নিয়েছ তো! ঠিক এতটাই দুরত্ব বজায় রাখবেন বাজার করতে এলে। নয়ত সোজা বেলেঘাটা আইডিতে পাঠিয়ে দেব।”
দেশজুড়ে লকডাউন জারি হলেও নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে অনেককেই বাড়ির বাইরে যেতে হচ্ছে। কিন্তু বাইরে বের হলেও একে অপরের থেকে দূরত্ব বজায় রাখাটা অত্যন্ত জরুরি। সামাজিক দূরত্বই করোনা ভাইরাস প্রতিরোধের প্রধান হাতিয়ার। এই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমে কীভাবে সামাজিক দূরত্ব রাখতে হবে তা নিয়ে বার বার সতর্কবার্তা দিচ্ছেন। শনিবার রাস্তায় নেমে তিনি নিজেই গণ্ডি কেটে একে অপরের থেকে কতটা দূরত্ব বজায় রাখতে হবে সেই বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেছেন। মমতা ব্যানার্জির দেখানো ওই পথে পা মিলিয়েছেন সাংসদ মিমি চক্রবর্তীও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। দেখেনিন একনজরে-
Our CM showed us the way..
Remember whn u are stepping out for essentials.#SocialDistanacing #BeSafeOutThere pic.twitter.com/grvNE9O6FV— Mimi chakraborty (@mimichakraborty) March 29, 2020