সরকারি ত্রাণ! দুইটি পেঁয়াজ, তিনটি আলু সঙ্গে আরকি? দেখুন ভাইরাল ভিডিও

করোনার জেরে দেশজুড়ে জারি লকডাউন। কাজকর্ম বন্ধ থাকায় কঠিন পরিস্থিতির শিকার হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর। সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য নানা ভাবে প্রয়াস করে চলেছে কেন্দ্র থেকে রাজ্য সরকার। কিন্তু সেই ত্রাণ সামগ্রী নিয়ে চলছে কারচুপি। দুর্দিনে সরকারি ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একজন সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে প্রকাশ্য রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। ওই ব্যক্তির অভিযোগ সরকারি ত্রাণ সামগ্রী হিসেবে তাকে দেওয়া হয়েছে কিলো খানেক চাল, তিনটি আলু, চারটি সয়াবিন আর মাত্র ২৫ গ্রাম মতো মুসুর ডাল। ওই ব্যক্তির অভিযোগ সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে কারচুপি করছে স্থানীয় তৃণমূল নেতা। ভিডিও ভাইরাল হতেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। দেখুন সেই ভিডিও-