সরকারি ঘোষণা! মে মাসের ৩ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে দেশ!

দেশজুড়ে বাড়লো লকডাউনের মেয়াদ। মে মাসের 3 তারিখ পর্যন্ত লকডাউন দেশ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিশেষ কিছু বিষয়ের ওপর ছাড় দেওয়া হবে। আজ করোনা মোকাবিলায় জাতির উদ্দেশ্য ভাষণ দিচ্ছেন মোদী। তিনি বলছেন, করোনা মোকাবিলায় সফল হচ্ছে ভারত। বহু কষ্ট কর করে দেশকে বাঁচাচ্ছে ভারতবাসী। লকডাউনে দেশের আর্থিক ক্ষতি হলেও তার সুফল মিলছে করোনা মোকাবিলায়। ভারতের পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে। দেশে বাড়ানো হচ্ছে লকডাউনের মেয়াদ। এই দিনগুলি সঠিক নিয়মে পালনের আর্জি জানিয়েছেন মোদী।
তিনি আরো বলেছেন, নতুন নির্দেশিকা তৈরি করার সময়, আমরা দরিদ্র এবং দৈনিক মজুরি শ্রমিকদের স্বার্থ মাথায় রেখেছি। রাবি ফসলের সংগ্রহও চলছে। কৃষকরা যাতে ন্যূনতম সমস্যার মুখোমুখি হয় তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি একত্র হয়ে কাজ করছে।
COVID-19 পরীক্ষার 220 টিরও বেশি ল্যাবগুলিতে করা হচ্ছে। COVID-19 মোকাবেলা করার বিশ্বের অভিজ্ঞতা অনুসারে, করোনায় আক্রান্তের 10,000 এ পৌঁছালে 1500-1600 বিছানা প্রয়োজন। COVID রোগীদের চিকিত্সার জন্য আমাদের ভারতে 1 লক্ষেরও বেশি শয্যা রয়েছে এবং 600 টিরও বেশি হাসপাতাল রয়েছে। আমরা এই সুযোগগুলি প্রসারিত করছি। জানালেন মোদী।