Advertisements

সরকারি কর্মীদের জন্য জারি নয়া নির্দেশিকা, যা বাধ্যতামূলক করলো কেন্দ্র সরকার

Advertisements

করোনাভাইরাস পরিস্থিতিতে জারি হয়েছে লকডাউন কিন্তু খাবার থেকে শুরু করে অত্যাবশ্যকীয় পণ্য বা প্রয়োজনের খাতিরে অনেক সময় অনেকেই বেরোতে হচ্ছে। কতদিন আর মানুষ ঘরে বন্দি থাকবে তাই কেন্দ্রীয় সরকার একটি মোবাইল অ্যাপ চালু করেছে যার নাম আরোগ্য সেতু। এই অ্যাপ এর মূল কাজ কোভিড 19 আক্রান্ত ব্যক্তি যদি আপনার কাছাকাছি চলে আসে তাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। ব্লুটুথ লোকেশন নির্ভরশীল সব সময় ট্র্যাক করবে আক্রান্তদের।

সম্প্রতি কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক সরকারি কর্মচারীদের আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং কাজে যাওয়ার আগে দেখে নিতে হবে App থেকে কোনো আপত্তি করা হচ্ছে কিনা। এমনকি যারা আউটসোর্স হিসাবে কাজ করছেন তাদেরও এটা মেনে চলতে হবে। কেন্দ্রের নির্দেশ সমস্ত স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা কে এই নিয়মটি পালন করতে হবে।

নির্দেশে বলা হয়েছে অফিসে ঢোকার আগে app টি চেক করে নিতে হবে যদি সেফ বা লো রিস্ক দেখাই তবেই কাজে যোগ দেওয়া যাবে আর যদি মডারেট বা হাইরিক্স দেখাই তাহলে তার কাছে যোগ দেওয়ার দরকার নেই। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীদের 14 দিনের সেল্ফ আইসোলেশন থাকতে হবে। এর আগেও শিক্ষাক্ষেত্রে এই অ্যাপটি ব্যবহার করতে আর্জি জানিয়েছিলেন সরকার সিবিএসই তরফেই সমস্ত স্কুলের অধ্যক্ষ কে এই অ্যাপ ব্যবহার করার জন্য আবেদন করা হয়। প্রসঙ্গত এই app ব্যবহারে কোনোরকম ঝুকি নেই কারন তথ্য কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের কাছেই শেয়ার করা হবে, নাম ফোন নম্বর প্রকাশ্যে আসবে না।

Related Articles