সবার উপর মনুষ্যত্ব! করোনা মোকাবিলায় প্লাজমা দান ২০০ তাবলীগি সদস্যের

জাতি ধর্ম নির্বিশেষে গোটা পৃথিবীর কাছে এখন ত্রাসের একটাই নাম করোনাভাইরাস আর এই মারন ভাইরাসের মোকাবিলায় জাতি ধর্ম ভুলে লড়াই করতে হবে। সম্প্রতি দিল্লির করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের ওপর পরীক্ষামূলক ভাবে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যে আশাব্যাঞ্জক ফল পাওয়া যাচ্ছে তাও জানানো হয়। তাই ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে রক্ত ও প্লাজমা সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে।
আর এ কারণেই দিল্লির লোকনায়ক হাসপাতালে পর এইবার প্লাজমা থেরাপির পথে হাঁটতে চলেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স। সোমবার থেকেই শুরু হয়ে গেছে তবলিঘি জামাতের 200 জন সদস্যের প্লাজমা সংগ্রহের কাজ। সুলতানপুরী এবং নারেলার দুটি কোভিদ কেয়ার সেন্টারে শুরু হয়েছে এই কাজ। সোমবার 25 জনের প্লাজমা সংগ্রহ করা গিয়েছে।
কনভালোসেন্ট প্লাসমা থেরাপিতে রক্তের প্লাজমা ব্যবহার করা হয় যাতে ভাইরাস ফাইটিং এন্টিবডি রয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের শরীর থেকেই এই প্লাজমা সংগ্রহ করা যাবে আর সেই দিয়ে চিকিৎসা হবে গুরুতর করোনা আক্রান্ত রোগীদের। AIIMS মেডিকেল সুপার ডা.ডি.কে শর্মা জানিয়েছেন তারা বেশ কয়েকজন দাতার থেকে প্লাজমা সংগ্রহ করেছেন। এবার খোঁজ উপযুক্ত গ্রহীতার। এমন এক রোগীর প্রয়োজন যিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন অথচ প্লাসমা থেরাপি সহ্য করতে পারবেন।
যাদের রেসপিরেটরি রেট 30 এর বেশি এবং অক্সিজেন স্যাচুরেশন 90 শতাংশের কম অথবা ফুসফুসে পাস জমেছে তাদেরই প্লাসমা থেরাপি করা হয়। ভ্যাকসিন এবং ওষুধের অভাবে প্লাজমা থেরাপি দিয়ে চিকিৎসা চালানোর নতুন পথে এগিয়েছে এদেশের ডাক্তাররা, এখনো পর্যন্ত লোকনায়ক হসপিটালে 6 জন রোগীর প্লাজমা থেরাপি করা হয়েছে।