সততার নজির রাখলেন দুই রিক্সা চালক, লক্ষ লক্ষ টাকার সোনার গয়না কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিলেন!

Advertisement

সৎ মানুষের অস্তিত্ব এখনো শেষ হয়ে যায়নি। সংখ্যায় কম হলেও বিশ্বের আনাচে কানাচে এখনো অনেক সৎ মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সততারই প্রমান করলেন পুনের দুই গরিব রিক্সা চালক। প্রতিদিনের মত গত রবিবারেও রোজগারের উদ্দেশ্যে রিক্সা নিয়ে স্ট্যান্ডে বসে যাত্রীর অপেক্ষা করছিলেন দুই রিক্সা চালক। তখন স্ট্যান্ডের সামনে একটি ব্যাগ পরে থাকতে দেখেন। দুজনে মিলেই এগিয়ে যান ব্যাগটির দিকে। কিছুটা সংশয় নিয়েই ব্যাগটা খোলেন।

Advertisements

ব্যাগ খুলতেই তাদের চক্ষু চড়ক গাছ। ব্যাগের মধ্যে রয়েছে বহুমূল্যের সোনার গয়না। কোনো লোভ না করেই তারা ব্যাগটি নিয়ে চলে যান কর্তব্যরত রেল পুলিশের কাছে। সমস্ত ঘটনা বলে গয়নার ব্যাগটি পুলিশের হাতে তুলে দেন তারা।

Advertisements

পুনে রেলপুলিশে কর্তব্যরত এক অফিসার জানিয়েছেন, যে দুই রিক্সা চালক ব্যাগটি পেয়েছেন তাদের নাম ভারত ভোসলে ও অতুল টিলেকর। বব্যাগটি পেয়ে তারা আমাদের হাতে তুলে দেন। এরপর ওই ব্যাগের মালিক থানায় অভিযোগ জানাতে এলে আমরা সত্যতা যাচাই করে তার হাতে ব্যাগটি তুলে দিই। ব্যাগটির মালিক ভারত ও অতুল বাবুকে উপহার দিতে চাইলে তা নিতে অস্বীকার করেন তারা।

Related Articles