সংকটের আবহে সন্তানের জন্ম! মেয়ের নাম রাখলেন করোনা

Advertisement

করোনার আবহে আঁধারে আলো, এরকম কঠিন পরিস্থিতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী। রাজনীতিতে হাতেখড়ি কলেজ জীবনে একসময়ের রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে হুগলির শ্রীরামপুরে একটি নার্সিংহোমে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি।

Advertisements

চিকিৎসকরা জানিয়েছেন মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছে অপরূপের স্বামী মহম্মদ শাকির আলী রিষড়া পুরসভার কাউন্সিলর তিনি বলেন “বিশ্বজুড়ে করোনাভাইরাস এক অস্থিরতা তৈরি করেছে এরই মধ্যে আমাদের সন্তান শান্তি বয়ে আনবে।” যেখানে সারা বিশ্বের করোনা একের পর এক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে সেখানে নতুন ভোরের স্বপ্ন নিয়ে এসেছে তার মেয়ে। মায়ের বক্তব্য ঈশ্বর আল্লাহ যীশু সকলের কাছে একটাই প্রার্থনা আর মানুষের প্রাণ যেন না যায়, পৃথিবীতে এবার শান্তি ফিরে আসুক সকলের সুখে থাকুক।

Advertisements

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাচ্চাটির ভালো নাম রাখার জন্য আবেদন করা হয়েছে এরকম কঠিন পরিস্থিতিতে জন্মানোর জন্য বাচ্চাটির নাম রাখা হয়েছে করোনা।তবে মুখ্যমন্ত্রী যে নাম দেবেন সেটাই চূড়ান্ত হিসেবে গন্য করা হবে।
উল্লেখ্য তার একটি পুত্র সন্তান রয়েছে তবে এই তৃণমূল সাংসদ একাই নয় করোনা পরিস্থিতিতে দেশের অনেকেই সদ্যোজাত নাম রেখেছেন করোনা। লকডাউন এর পরিস্থিতি কে স্মরণীয় করে রাখতে অনেকের সদ্যজাতের নাম রেখেছেন কোভিড বা করোনা।

Related Articles