শিক্ষা ব্যবস্থা বড়সড় রদবদল! নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত CBSE-র

দেবপ্রিয়া সরকার : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSC বোর্ড নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য আনতে চলেছে এক বড়সড় বদল। জানানো হয়েছে নবম ও দশম শ্রেণীতে এখন থেকে ৫ টির বদলে ৯ টি বিষয় পড়ানো হবে। এই সিদ্ধান্তে অগ্রসর হওয়ার আগে পর্যন্ত নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের পাঁচটি মূল বিষয় ছিল ইংরেজি, হিন্দি, অঙ্ক, সোশ্যাল সায়েন্স এবং বিজ্ঞান। কিন্তু নতুন নিয়মে CBSC বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে পড়ুয়ারা ৪ টি অন্যান্য ঐচ্ছিক বিষয় পড়ার জন্য বেছে নিতে পারবেন।
নতুন নিয়মের এই তথ্য সিবিএসই-র আকাদেমিক ওয়েবসাইট www.cbseacademic.nic.in-এ ২০২০-২১ শিক্ষাবর্ষের পাঠ্যক্রম বিভাগে আপলোড করা পিডিএফ হিসেবে দেওয়া হয়েছে। নবম ও দশম শ্রেণীতে থাকা ৫ টি মূল বিষয় ছাড়াও বাকি বিষয়গুলো স্কিল বেসড অর্থাৎ দক্ষতা ভিত্তিক করা হবে। দক্ষতাভিত্তিক বিষয়ের মধ্যে রাখা হবে শিল্প বা ছবি, স্বাস্থ্য বা ফিজিক্যাল এডুকেশন এবং কাজের অভিজ্ঞতা। এই বিষয়গুলি তে নম্বর পাওয়াটা স্কুলের উপর নির্ভর করবে। পড়ুয়াদের সুবিধার জন্য এই বিষয়গুলোকে গ্রুপ করে ভাগ করে দেওয়া হবে যাতে বিষয় বাছাইয়ে পড়ুয়াদের কোন রকম অসুবিধা না হয়। সংশ্লিষ্ট গ্রুপ গুলিতে মূল বিষয়, ঐচ্ছিক বিষয় এবং ভাষাও অন্তর্ভুক্ত থাকবে।
পড়ুয়ারা নিজের ইচ্ছে এবং সুবিধা মতোই যে কোনও একটি গ্রুপ বেছে নিতে পারবে। যদি কোনও পড়ুয়া ৩ টি মূল বিষয় অর্থাৎ বিজ্ঞান, অঙ্ক ও সমাজ বিজ্ঞান এর কোনও একটিতে উত্তীর্ণ না হয় এবং কোনও স্কিল বিষয়ে পাস করেন তাহলে পাস করা বিষয়টিতে তিনি যত পেয়েছেন তা মূল বিষয়ের নম্বরের সঙ্গে বদলে দেওয়া হবে। এইভাবেই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।