মলয় দে নদীয়া:- শান্তিপুর ব্লকের 1 নম্বর পঞ্চায়েত সদস্য, জগদিশ দাস সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ণ ভিন্ন রকম চিন্তাভাবনায় ফুলিয়া পাড়ার 25 জন শিশুকে বিতরণ করা হলো। জগদীশবাবু জানান এই সংকটময় মুহূর্তে প্রান্তিক মানুষেরা কোনরকমে দুমুঠো সেদ্ধ চাল, ডাল খেয়ে জীবন কাটাচ্ছে।
এমত অবস্থায় পারিবারিক অন্য সদস্যদের তুলনায় অপুষ্টিজনিত কারণে, ভুগতে পারে শিশুরা! সেই আতঙ্ক থেকেই প্রান্তিক 200 জন এলাকাবাসীকে চাল আলু ডাল সরষে তেল সোয়াবিন লবণ দেওয়ার পর এবারের শিশুদের জন্য চিন্তা ভাবনা। আগামীতেও বৃদ্ধ এবং রোগীদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। একাজে অবশ্য এস সি এসটি ওবিসি সেলের শান্তিপুর ব্লক কমিটির সভাপতি সৈকত দাস সহ অন্যান্য সদস্যরা জগদীশবাবু পাশে থেকে সহযোগিতা করেন অনেকেই।