শান্তিপুরের নিষিদ্ধপল্লীতে সাহায্যের হাত বাড়িয়ে দিলে স্পর্শ

Advertisement

নদীয়া: প্রচারে নয় পাশে থাকার অঙ্গিকার নিয়ে স্পর্শ এগিয়ে চলেছে মানুষের সেবা করার মধ্য দিয়ে। লক ডাউনের শুরু থেকে স্পর্শ পৌঁছে গেছে পর্যায়ক্রমিক বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে। বেঁচে থাকার সাহস জাগিয়েছে। একমুঠো অন্নের যোগান তুলে দেওয়াটাই ছিল অনেকটাই পরিচিত বাস্তবের ছবি
কিন্তু গতকাল ও অাজ স্পর্শের গন্তব্য স্থান ছিল এক ভিন্ন জগতে। যে জগতে সভ্য সমাজের প্রবেশ নিষেধ, যে সমাজের নারীরা অস্পৃশ্য তকমা নিয়ে সমাজে বেঁচে থাকে, যাদের সন্তানরা শিক্ষার আঙ্গিনা থেকে বঞ্চিত। বাবু সমাজ যাদের দিনের আলোয় অস্পৃশ্য বলে ঘৃণা করে আর রাতে অন্ধকারের অদৃশ্য আলোতে নিজেদের শরীরবৃত্তি চাহিদার মেটানোর মাধ্যম হিসেবে চিহ্নিত করে।

Advertisements

নদীয়া জেলার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন স্পর্শ পৌঁছে গেছিল. নদীয়া জেলার শান্তিপুর নিষিদ্ধ পল্লীতে যাকে রেড লাইট এলাকা হিসাবে চেনেন। সংস্থার পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয় শিশুদের জন্য -দুধ , বিস্কুট, মুড়ি কর্মরত মহিলাদের জন্য চাল,আলু, সোয়াবিন ,স্যানিটারি #ন্যাপকিন।

Advertisements

এছাড়াও শান্তিপুরে প্রান্তিক এলাকা মুন্সিরপুল এর কয়েকটি অসহায় পরিবারের কাছেও পৌঁছে দেওয়া ত্রাণ সামগ্রী। সংস্থার পক্ষ থেকে মোহর দে বিশ্বাসকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় যিনি স্পর্শর পাঠানো ত্রাণ সামগ্রী গুলি ওই এলাকায় সঠিক ভাবে পৌঁছে দিয়েছেন। সংগঠনের অন্যতম মলয় দাস বলেন “সকলে ভালো থাকুন .সুস্থ থাকুন,বাড়িতে থাকুন অামরা অাছি সাধারণ মানুষের জন্য সব সময়ে।”

Related Articles