লিজ নেওয়া জমি, লকডাউনে মাথায় হাত নদিয়ার পান চাষিদের

Advertisements
করোনা ভাইরাসের জেরে লোকডাউন চলছে সারা ভারত বর্ষে। শিমুরালি ঐতিহ্য পান এক সময় ভিষন চাহিদা ছিল।রাস পান বা ঝাল পান ও মিঠা পান।এখানে অনেকেই নিজের জমিতে আবার কেউ কেউ জমি লিজ নিয়ে এই পান চাষ করে।একদিকে পুকুর ভরাটের কারনে জল সেচের অভাবে অনেক পান বরজ উঠে যায়।
যে টুকু পান বরজ বেঁচে আছে করোনা ভাইরাসের কারনে লকডাউন বরজের কাজ জানা দিন মজুর রা ভয়েতে কাজে আসছে না ফলে বরজের ভিতরে আগাছা জমে পানের পিলি গুলি নষ্ট হয়ে যাচ্ছে। পানের চাহিদা আছে লকডাউনের কারনে পাইকার রা আসছে না বরজের পান বরজেই নষ্ট হয়ে যাচ্ছে।