লকফাউনের সুফল! পানের উপযুক্ত পবিত্র গঙ্গার জল

Advertisement

করোনার হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখা। সেই সূত্র ধরেই ২১ দিনের লকডাউনে চলছে গোটা দেশ। বন্ধ সমস্ত শিল্প কারখানা, দোকানপাট। দেশের কোটি কোটি মানুষ এখন গৃহবন্দী। যার ফলে দূষিত বজ্র পদার্থ গিয়ে পড়ছে না গঙ্গায়। অনেকটা কমেছে পরিবেশ দূষণের মাত্রা। করোনা আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। কিন্তু সেই সঙ্গে ভালো কিছুও দিয়েছে। হরিদ্বার এবং ঋষিকেশ এর কাছে গঙ্গার জল এত পরিষ্কার হয়েছে যে তা পানযোগ্য হয়ে উঠেছে।

Advertisements

অনেক অধ্যাপক এবং গবেষকদের মতে, লকডাউনের পরে গঙ্গার জলে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গঙ্গা সভা জেনারেলের সেক্রেটারি তন্ময় বাবু, এবং স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড টেরিটোরিয়াল অফিশিয়াল আর কে কথাইত জানান, আগে কখনো গঙ্গার জল এত পরিশ্রুত দেখা যায়নি। কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে গঙ্গার জল। হরিদ্বার এবং ঋষিকেশ এ পর্যটক আবির্ভাব কম হওয়ায় এমন অসাধারণ ঘটনা ঘটেছে।

Advertisements

গোটা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও করোনা যেভাবে ছড়িয়ে পড়েছে তা সত্যিই চিন্তার বিষয়। দিন দিন বেড়ে চলেছে করোনার প্রকোপ। এর হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হলো সামাজিক দূরত্ব। তাই লকডাউন মেনে নিন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।

Related Articles