করোনা মোকাবিলায় লকডাউন বিশ্বের ৭১টি দেশ। আগামী তিন সপ্তাহ অর্থাৎ ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে গোটা দেশ। লকডাউন এই ২১ দিন কাজ কর্ম বন্ধ করে গৃহবন্দি কোটি কোটি দেশবাসী। এই পরিস্থিতিতে ধনী ও মধ্যবিত্ত পরিবার গুলি ভালোভাবে কাটাতে পারলেও দিন আনা দিন খাওয়া পরিবার গুলির কি হবে? কিভাবে চলবে তাদের জীবন? কাজ না করতে পারলে খাবার পাবে কোথায়?
কঠিন এই পরিস্থিতিতে সাহায্যের কথা ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি(BJP)। দেশে জারি লকডাউনের এই ২১ দিন দেশের ৫ কোটি গরিব মানুষের খাদ্য সরবরাহ করবে বিজেপি। করোনা মোকাবিলায় দেশের গরিব মানুষদের সাহায্যার্থে বিজেপির তরফ থেকে এমনই সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে।
It was conveyed to all state party presidents via videoconferencing that each party worker should feed 5 poor people during the lockdown. National office bearers of the party will review the progress via daily video conference meetings: BJP Sources https://t.co/Ao4f8pAYuZ
— ANI (@ANI) March 25, 2020
এবিষয়ে জাতীয় স্তরের নেতাদের সঙ্গে আলোচনার পর বিজেপি সভাপতি জে পি নাড্ডা, জানিয়েছেন সমস্ত রাজ্যের প্রধানদের কাছে এই বিষয়ে তথ্য ও নির্দেশনামা পাঠিয়ে তাঁদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটি কর্মী দিনে ৫ জন গরিব মানুষের মুখে খাবার তুলে দেন।। শুধু তাই নয় লকডাউন এই ২১ দিনে দেশের গরিব মানুষদের সাহায্য করতে এগিয়ে আসছেন বিজেপির নেতা-নেত্রীরা। গরিব দেশবাসীর সাহায্যের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ দান করেছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ,এছাড়াও ডঃ সুভাষ সরকার। যিনি পশ্চিমবঙ্গ থেকেই ২০১৯–এর নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।