লকডাউন শিথিল, দেশে ঝড়ের বেগে ছড়াচ্ছে করোনা! আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি

Advertisement

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। প্রথম দুই দফায় লকডাউন জারি করেও নাগালের মধ্যে আসেনি করোনার ভয়াবহ পরিস্থিতি। সব দিক বিবেচনা করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। জারি করা হয় তৃতীয় দফায় লকডাউন। আগামী ১৭ই মে পর্যন্ত চলবে এই লকডাউন। কিন্তু তৃতীয় দফায় লকডাউনে বেশকিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকার।

Advertisements

লকডাউন শিথিল পরে দেশে আরও ভয়ানক আকার নিচ্ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী বৃহস্পতিবার সকাল পর্যন্ত, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫৬১ জন। সারা দেশে বর্তমানে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২,৯০০ জন। এঁদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১,৭৮৩ জনে। গত ২৪ ঘন্টায় দেশে করোনার বলি হয়েছে ৮৯ জন। অপর দিকে দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে নতুন জীবনে ফিরেছেন ১৫,২৬৭ জন।

Advertisements

Related Articles