Advertisements

লকডাউন দেশ! বেঙ্গালুরুর মন্দিরে কারাগা উৎসব পালনের অনুমতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

Advertisements

লকডাউন দেশ। বেঙ্গালুরুতে কারাগা উৎসব পালনের অনুমতি দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তবে এই বিষয়ে সতর্কতা অবলম্বনের কথাও উল্লেখ করেছেন তিনি। ইয়েদিউরপ্পা স্পষ্ট জানিয়েছেন, শহরের শ্রী ধর্মারায়ণ স্বামী মন্দিরে কারাগা উৎসব পালনের সময় কেবল ৪-৫ জনকেই উপস্থিত থাকতে দেওয়া হবে। আজ সন্ধ্যায় পালিত হবে এই উৎসব।

Related Articles